উস্তাদ রাশিদ খান।
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান প্রায়ত। মাত্র ৫৬ বছর বয়সে দিব্যলোকে যাত্রা করলেন। বেশ কয়েক বছর ধরেই তিনি প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। গত ২২ নভেম্বর থেকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। চিকিৎসায় সাড়াও পাওয়া গিয়েছিল। এর মধ্যে সম্প্রতি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়। সেখান থেকেই তার শারীরিকঅবস্থার অবনতি শুরু হতে থাকে। এই বেসরকারি হাসপাতালেই মঙ্গলবার বিকেল ৩টে ৪৫ মিনিটে প্রয়াত হলেন তিনি। গায়ক রেখে গেলেন স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রকে।
উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম রাশিদের। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব। রাশিদ তালিম নিয়েছেন এই ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে। যিনি ছিলেন রাশিদের দাদু। রাশিদের মামা উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিব। তাঁর কাছে থেকে গোয়ালিয়র ঘরানার তালিম নিয়েছেন রাশিদ। শাস্ত্রীয় সঙ্গীত ছাড়াও রাশিদ টলিউড, বলিউডের ছবিতে অনেক জনপ্রিয় গান গেয়েছেন।
আরও পড়ুন:
বারো ক্লাস ফেল ছেলের প্রায় জগৎ জয়ের কাহিনি মন ছুঁয়েছে সবার
মুভি রিভিউ: চলচ্চিত্র নয়, বুদ্ধদেব দাশগুপ্তের চিত্রকাব্য— উড়োজাহাজ
তাঁর ঝুলিতে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মান যেমন আছে, তেমন বাংলা থেকেও তিনি পেয়েছেন বঙ্গবিভূষণ সম্মান। মঙ্গলবার দুপুরে হাসপাতালে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়কে। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন।