বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


সঙ্গীতশিল্পী রাশিদ খান।

স্বাস্থ্যের অবনতি হয়েছে সঙ্গীতশিল্পী রাশিদ খানের। তাঁর শারীরিক অবস্থা ‘অতি সঙ্কটজনক’ বলে জানা গিয়েছে। এখন শিল্পীকে আইসিইউ-এর ভেন্টিলেশনে অক্সিজেনের সাহায্যে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে হঠাৎ করে তাঁর অবস্থার অবনতি হয়।
শাস্ত্রীয় সঙ্গীতের এই শিল্পী প্রায় মাসখানেকেরও বেশি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে বছর শেষে তাঁর শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। সঙ্গীতশিল্পী চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। তাঁকে খাওয়ানো হয়েছে রাইলস টিউব দিয়ে। জানা গিয়েছিল, স্ট্রোকের কারণ বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
আরও পড়ুন:

বারো ক্লাস ফেল ছেলের প্রায় জগৎ জয়ের কাহিনি মন ছুঁয়েছে সবার

পিকনিক হোক বা বিয়েবাড়ি, ভরপেট খেয়েও রোগা থাকতে মানে চলুন এই সব নিয়ম

শাস্ত্রীয় সঙ্গীতের এই শিল্পীর প্রস্টেটে ক্যানসার হয়েছিল। তবে তিনি সুস্থ হয়ে উঠছিলেন। এর মধ্যেই একাধিক বার গায়কের তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়। এমন অবস্থায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। সেই তখন থেকেই শিল্পী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যেহেতু চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন, তাই মনে করা হচ্ছিল তিনি হয়ত এই সঙ্কটও কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু এর মাঝেই তাঁর আবার স্বাস্থ্যের বেশ অবনতি হয়। হাসপাতাল সূত্রে খবর, ‘‘শিল্পীকে এখন ভেন্টিলেশনে রেখেই চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক।’’

Skip to content