ছবি: প্রতীকী। সংগৃহীত।
দুর্গাপুজোয় মেতে সারা বাংলা। আগেই হাওয়া দফতর জানিয়ে দিয়েছিল, আগামীকাল অষ্টমী অবধি আবহাওয়া ভালোই থাকবে। তবে এ বার তারা জানিয়েছে, অষ্টমীর দিনটা ভালোয় ভালোয় কাটলেও নবমী থেকেই আবহাওয়ার পরবির্তন হতে শুরু করবে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নবমী থেকে কোনও কোনও জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, শুক্রবার দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে ২২ অক্টোবরের মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হবে। তার পর সে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগবে। ধীরে ধীরে সেটি এগিয়ে এসে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রভাব ফেলবে। এর প্রভাব তিন দিন বজায় থাকবে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৯: সুন্দরবনের জঙ্গল-জননী বিশালাক্ষী
তিনি কাপুর পরিবারের পুত্র, এমন জোর চড় খান যে, তার শব্দ নাকি এখনও রণবীরের কানে বাজে!
নবমীর দিন অর্থাৎ আগামী ২৩ অক্টোবর সোমবার কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে হালকা থেকে খুব হালকা বৃষ্টি হতে পারে। এ দিন দক্ষিণবঙ্গের বাকি জেলায় অবশ্য বৃষ্টির পূর্বাভাস নেই। শুকনোই থাকবে। দশমী এবং একাদশীর দিন অর্থাৎ আগামী ২৪ এবং ২৫ অক্টোবরও কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
পরিযায়ী মন, পর্ব-১১: ঘরের কাছে জলমহল—চাঁদনি জলটুঙ্গি
ঘুম থেকে উঠেই জল খান? কিন্তু বহু দিনের এই অভ্যাস কি আদৌ স্বাস্থ্যের জন্য ভালো?
২৪ এবং ২৫ অক্টোবর দক্ষিণবঙ্গের অন্য জেলায় আকাশ মেঘলা থাকতে পারে। কোনও কোনও অংশে হালকা বৃষ্টিও হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৬ অক্টোবরেও। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, নদিয়া, হুগলিতে বৃষ্টি হতে পারে। যদিও দিনও হালকা বৃষ্টি হতে পারে। তবে অন্য জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।