বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪


অভিনেতা সানি দেওল। ছবি: সংগৃহীত।

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘গদর ২’। এই ছবির প্রথম পর্ব ২২ বছর আগে মুক্তি পেয়েছিল। সিক্যুয়েল আসতেই ব্যাপক সফল্য পায় ছবিটি। সবাইকে অবাক করে মাত্র দেড় সপ্তাহেই ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে যায় ‘গদর ২’। এই ছবির সাফল্যের পরে বলিউডের ছবি নির্মাতারা সানিকে নিয়ে অন্যান্য হিট ছবিরও সিক্যুয়েল তৈরি করতে জোরদার প্রস্তুতি চালাচ্ছেন। খবর, নির্মাতারা ‘বর্ডার ২’ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন। শোনা যাচ্ছে, সানি দেওল এ বার ‘বর্ডার ২’ ছবিতে কাজ করতে চলেছেন। ‘গদর ২’ যেন সানির কেরিয়ারের ইউ টার্ন নিয়েছে। রাতারাতি তাঁর দর অনেকটাই বেড়ে গিয়েছে। সানি নাকি ‘বর্ডার ২’ ছবির জন্য বিশাল অঙ্কের পারিশ্রমিক চাইছেন।
‘বর্ডার ২’ ছবির চিত্রনাট্য লেখা হচ্ছে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে। বালিপাড়ায় খবর, নির্মাতারা প্রায় বছর তিনেক ধরে ছবিটি নিয়ে ভাবনাচিন্তা করছেন। ‘গদর ২’ এর বিপুল সাফল্যের পর সানি ‘বর্ডার ২’ ছবির জন্য সায়ও দিয়েছেন। জানা যাচ্ছে, ছবির নির্মাতারা খুব তাড়াতাড়ি এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবেন। এ বার তাঁরা চিত্রনাট্য লেখার কাজ শুরু করতে চলেছেন। সানি দেওল ‘বর্ডার ২’ ছবির জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক পেতে চলেছেন অভিনেতা।
আরও পড়ুন:

রোহিতের পুলিশ ব্রহ্মাণ্ডে প্রথম মহিলা সদস্য রণবীর ঘরণী দীপিকা, প্রকাশ্যে নায়িকার ফার্স্ট লুক

আপনি কি ক্লান্ত, না কি অলস? এই সব লক্ষণ দেখলেই কিন্তু বোঝা যাবে

তবে শুধু ৫০ কোটি টাকা পারিশ্রমিক নয়, সঙ্গে ছবির লভ্যাংশও পাবেন তিনি। খবর, নির্মাতারা নাকি নিজে থেকেই সানিকে এই অর্থ তাঁকে দিতে রাজি। তাঁরা মনে করছেন, ছবিতে সানির উপস্থিতি ‘বর্ডার ২’-এর গুরুত্ব অনেকটা বাড়িয়ে দেবে। ‘বর্ডার’ ছবি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। ছবিতে সানি দেওল ছাড়াও সুনীল শেট্টি, জ্যাকি শ্রফের মতো অভিনেতারা ছিলেন। তবে আপাতত সানি ছাড়াও আর কারা থাকছেন তা এখনও চূড়ান্ত হয়নি।

Skip to content