বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪


মহালয়ার এই অমাবস্যা হল পিতৃবিসর্জনী অমাবস্যা। মহালয়ায় পিতৃপক্ষের অবসান। এই সময় লোকান্তর থেকে পিতৃগণ আসেন ইহলোকে, তাঁরা উত্তরপুরুষের স্মরণে তৃপ্ত হন। মহালয়ার তিথিতে এই প্রাচীন ও নবীন সত্তার মহামিলনের পুণ্যক্ষণ। কারা পিতৃপুরুষ? শাস্ত্রে তাঁদের উল্লেখ কীভাবে বর্তমান? আশ্বিন মাসের এই সময় কেন অকাল? দক্ষিণায়নের সঙ্গে তার সম্পর্ক কোথায়? পঞ্চমহাযজ্ঞের উল্লেখেই বা পিতৃগণ কীভাবে সংযুক্ত হন? সংক্ষেপে আলোচিত হয়েছে এই বিশেষ পর্বে।

Skip to content