সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


লুমিয়ার ব্রাদার্সের একটি কমেডি ছবির দৃশ্য। ১৮৯৫ সালে। ছবি: সংগৃহীত।

সিনেমা—বিনোদনের এক অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের চারপাশে এখন কত মাল্টিপ্লেক্স, অত্যাধুনিক সুবিধাযুক্ত প্রেক্ষাগৃহ, কত ধরনের সিনেমা-টু ডি, থ্রি ডি, নানা দেশের, নানা ভাষার চলচ্চিত্র সবই এখন আমরা খুব সহজেই দেখতে পাই। কিন্তু অতীতে এই সিনেমা বা চলচ্চিত্র কেমন ছিল? কেমন ছিল পৃথিবীর প্রথম চলচ্চিত্র, আজ তারই কিছু কথা বলবো এই পর্বে।
লুইস লা প্রিন্স তাঁর আবিষ্কৃত লা প্রিন্স সিঙ্গেল লেন্স ক্যামেরার সাহায্যে দু’ সেকেন্ডেরও কম দৈর্ঘ্যের একটি মুভি তৈরি করেন ১৮৮৮ সালে। লুইস লা প্রিন্সের রাউন্ধে গার্ডেন সিন নামের নির্বাক ছবিটিই বিশ্বের প্রথম চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।
আরও পড়ুন:

প্রথম আলো, পর্ব-৭: বিশ্বে মার্শাল আর্ট কোথায় প্রথম শুরু হয়েছিল?

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-১৮: ও দয়াল! বিচার করো!

১৮৯৪ সালে থমাস এডিসন কাইনেটস্কোপ নামে একটি যন্ত্র তৈরি করেন। এই যন্ত্রটি চলমান ছবি প্রদর্শনের ক্ষেত্রে বিশেষ সহায়ক ছিল। ১৮৯৫ সালে তৈরি হল একটু বেশি দৈর্ঘ্যের চলচ্চিত্র। লাউয়িস লুমিয়ারের ‘দ্য অ্যআরআইভআল অফ আ ট্রেন’। দৈর্ঘ্য ছিল ৫০ মিনিট। অতীতের এ সব চলচ্চিত্রগুলো ছিল সাদাকালো।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৪৯: অনেক যতনে ‘বড়দিদি’-র পর্ব রাখিনু সেথা

পরিযায়ী মন, পর্ব-৮: চোখিধানির জগৎখানি

ওয়ার্নার ব্রাদার্সের প্রযোজনা ও অ্যালান ক্রসল্যান্ডের পরিচালনায় ১৯২৭ সালের ৬ অক্টোবর মুক্তি পায় পৃথিবীর প্রথম সবাক চলচ্চিত্র ‘দ্য জ্যাজ সিঙ্গার’। বাঙালি চিত্রগ্রাহক হীরালাল সেন তৈরি করেন প্রথম তথ্যচিত্র। ছবিটি মুক্তি পায়, ১৯০৫ সালে। ভারত উপমহাদেশের প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাতা দাদাসাহেব ফালকে। তাঁর তৈরি প্রথম নির্বাক ছবি রাজা হরিশচন্দ্র। ১৯১৩ সালে মুক্তি পায় ছবিটি।
* প্রথম আলো: সোমা চক্রবর্তী (Soma Chakrabarti), শিক্ষিকা, নিমতা জীবনতোষ ঘোষ মেমোরিয়াল গার্লস হাইস্কুল (উচ্চ মাধ্যমিক)।

Skip to content