রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


আমাদের মুখের ভিতরের অংশ যাকে আমরা ওরাল ক্যাভিটি বলে থাকি, তা আপনার বাকি শরীরের অন্যান্য অংশের থেকে কিছুটা আলাদা। মুখকে আমরা যতটা পরিষ্কার ভাবি, বাস্তবে কিন্তু তা নয়। পরীক্ষা করে দেখা গিয়েছে, একজন ব্যক্তির মুখ ব্যাকটিরিয়া, ছত্রাক, ভাইরাস, প্রোটোজোয়া ইত্যাদি সমন্বিত ৭০০টিরও বেশি প্রজাতি দ্বারা পরিপূর্ণ থাকে। তবে এদের মধ্যে বেশিরভাগই ক্ষতিকারক নয়। কিন্তু বেশ কিছু এমন প্রজাতিও আছে, যা খুবই ক্ষতিকারক।

আপনার মুখ আপনার পরিপাক এবং শ্বাসতন্ত্রের প্রবেশদ্বার। এই প্রজাতিগুলির মধ্যে কিছু এমন কিছু কিছু ব্যাকটিরিয়া বা ভাইরাস থাকে যা আপনার বিভিন্ন রোগের কারণ হতে পারে। মুখের স্বাস্থ্য বিভিন্ন রোগ এবং অবস্থার জন্য অবদান রাখতে পারে, এমন কিছু কিছু রোগ যা সাধারণত আমরা কল্পপনাও করতে পারি না।

গবেষণায় দেখা গিয়েছে, যাঁদের মুখের স্বাস্থ্য খারাপ (যেমন, মাড়ির রোগ বা দাঁতের ক্ষতি) তাঁদের হৃদরোগ বা স্ট্রোকের মতো কার্ডিওভাসকুলার সমস্যাগুলি ভালো মুখের স্বাস্থ্যের লোকদের তুলনায় অনেক বেশি। পাশাপাশি, দাঁত ভালো না থাকলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করাও সম্ভব হয় না। ‘জার্নাল অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকলজি ইন্ডিয়া’র করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে, দাঁতের সমস্যা রয়েছে এমন অন্তঃসত্ত্বাদের প্রসব সংক্রান্ত জটিলতায় ভোগার আশঙ্কাও বেশি। তাই এই সময়ে বেশি করে দাঁতের যত্ন নেওয়া প্রয়োজন।

আলোচনা করেছেন ডাঃ সুপ্রতিম মণ্ডল, ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জেন।


Skip to content