চাঁদের মাটিতে রোভার প্রজ্ঞান।
চাঁদের মাটিতে নানা সময়ে নানা রূপে দেখা যাচ্ছে প্রজ্ঞানকে। সে কখনও এদিক ওদিকে গড়গড়িয়ে হাঁটে বেড়াচ্ছে তো কখনও আবার ক্যামেরা তাক করে ছবি তুলতে ব্যস্ত। ইসরো বৃহস্পতিবার রোভার প্রজ্ঞানের তোলা একটি ভিন্ন ধরনের ভিডিয়ো প্রকাশ করেছে। এমনটা আগে দেখা যায়নি। চাঁদের মাটিতে মনের আনন্দে চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে প্রজ্ঞান।
Chandrayaan-3 Mission:
The rover was rotated in search of a safe route. The rotation was captured by a Lander Imager Camera.It feels as though a child is playfully frolicking in the yards of Chandamama, while the mother watches affectionately.
Isn't it?🙂 pic.twitter.com/w5FwFZzDMp— ISRO (@isro) August 31, 2023
বৃহস্পতিবার ইসরো এই ভিডিয়োটি টুইট করেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, চাঁদের মাটিতে প্রজ্ঞান এদিকে ওদিক ঘুরছে। পাক খেতে খেতে একটু একটু করে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার পর আবার একটু দাঁড়িয়ে পড়ছে, তার পরে ফের এক পাক খাচ্ছে। এ প্রসঙ্গে ইসরো জানিয়েছে, প্রজ্ঞানকে বেঙ্গালুরুর দফতর থেকে ওই ভাবে ঘোরানো হয়েছিল। আসলে নিরাপদ পথ খুঁজে পেতে এ ভাবেই আবর্তিত হয়।
আরও পড়ুন:
চাঁদের মাটিতে ‘অভিযানের সেরা ছবি’ তুলল রোভার প্রজ্ঞান! ক্যামেরাবন্দি সেই মুহূর্ত প্রকাশ্যে আনল ইসরো
সলমন ঘনিষ্ঠ বান্টি অতীত, মানুষীর প্রাক্তন প্রেমিকের সঙ্গে সম্পর্কে সুশান্তের প্রেমিকা রিয়া!
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই ভিডিয়োর সঙ্গে লিখেছে, ‘‘মনে হচ্ছে চাঁদমামার পিঠে কোনও এক শিশু যেন মনের আনন্দে খেলা করছে। আর দূরে দাঁড়িয়ে ওর মা সেই খেলা দেখছে।’’ গতকাল বুধবারও রোভার প্রজ্ঞানের নেভিগেশন ক্যামেরায় তোলা ল্যান্ডার বিক্রমের একটি ছবি ইসরো প্রকাশ করেছিল। ছবি বুধবার সকালেই তুলেছিল রোভার। ছবিটি দেখে উত্তেজিত বিজ্ঞানীরা রোভারের নেভিগেশন ক্যামেরাতে তোলা ওই ছবিকে ‘অভিযানের সেরা ছবি’র (ইমেজ অফ দ্য মিশন) তকমা দিয়েছেন। ছবিটি তোলা হয়েছে পৃথিবীর সময় অনুযায়ী, বুধবার সকাল ৭টা ৩৫ মিনিটে।