শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত।

ভারতীয় নাগরিকত্ব পেলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ৭৭তম স্বাধীনতা দিবসে নাগরিকত্ব পাওয়ার সুখবরটি টুইটে ভাগ করে নিলেন অভিনেতা। তবে শুধু অক্ষয় নন, অনেক তারকারই বিদেশি নাগরিকত্ব রয়েছে। তালিকায় আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফ-সহ অনেকেরই নাম রয়েছে।
অক্ষয়কে কানাডা সরকার ‘সাম্মানিক নাগরিকত্ব’ দিয়েছিল। যদিও ভারতের আইন অনুযায়ী, এক জন ব্যক্তি দু’ দেশের নাগরিকত্বের সুবিধা ভোগ করতে পারবেন না। এ সব ক্ষেত্রে সাধারণত তারকারা বিদেশি নাগরিকত্ব ছাড়তে চান না। যদিও ৭৭তম স্বাধীনতা দিবসে কানাডার নাগরিকত্ব ছেড়ে ভারতীয় নাগরিকত্ব পেলেন অভিনেতা অক্ষয় কুমার।
আরও পড়ুন:

যাদবপুর: যদুকুল ও চপস্টিকস

বিচিত্রের বৈচিত্র: তাঁর মৃত্যুতে কেঁদেছিলেন ভগৎ সিং, আর মরদেহ কাঁধে তুলে নিয়েছিলেন সুভাষচন্দ্র

ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির পরে অক্ষয় টুইট করেন। সেখানে লেখেন, “মন এবং নাগরিকত্ব দুটিই ভারতীয়। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।” সঙ্গে বলিউডের খিলাড়ি সেই ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। অক্ষয় ২০১৯ সালে কথা দিয়েছিলেন, শীঘ্রই তিনি বিদেশি নাগরিকত্ব ছেড়ে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করবেন। কিন্তু তিনি যখন আবেদন করেছিলেন তখন করোনা পরিস্থিতিতে দেশে লকডাউন ঘোষণা চলছিল। তাই নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যায়। অবশেষে অপেক্ষার অবসান। শেষমেশ অভিনেতা চার বছর পরে ভারতীয় নাগরিকত্ব পেলেন। এতে যারপরনাই খুশি অক্ষয় কুমার।
আরও পড়ুন:

প্রথম আলো, পর্ব-১: বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি জানেন?

প্রথম আলো, পর্ব-১: বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি জানেন?

সম্প্রতি অক্ষয়ের ‘ওএমজি ২’ ছবি মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তির আগে বিস্তর বিতর্ক হয়েছিল। তবে ‘ওএমজি ২’ নিয়ে দর্শকের প্রতিক্রিয়া ইতিবাচক। একই দিনে সানি দেওলের ‘গদর ২’ মুক্তি পেয়েছে। সানির সঙ্গে অক্ষয়ের হাড্ডাহাড্ডি লড়াই জারি। তবে এই মুহূর্তে এগিয়ে গিয়েছেন সানি। আগামী সেপ্টেম্বরের ১ তারিখ অক্ষয়ের আরও একটি ছবি মুক্তি পাবে। ২০২৪ সালে মুক্তি পাবে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবি। এতে অক্ষয়কে দেখা যাবে টাইগার শ্রফের সঙ্গে। ‘হেরা ফেরি ৩’ ছবিতেও অক্ষয়কে দেখা যেতে পারে বলে বলিপাড়ায় গুঞ্জন।

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content