ইংরেজি শব্দভাণ্ডারে যত শব্দ আছে তারা সকলেই এই আটটি ‘Parts of Speech’ এর অন্তর্ভুক্ত। আমরা একটা একটা করে এই ‘Parts of Speech’গুলো নিয়ে খুব সহজ করে আলোচনা করবো। আজকের ক্লাসে আমরা ‘NOUN’ সম্পর্কে কিছু জানবো। ‘Noun’, আমরা সব্বাই জানি, কোনও কিছুর ‘নাম’ বোঝায়। সেই জন্য ‘Noun’ কে ‘Naming Word’ও বলা হয়। যে কোনও কিছুর নামই হল ‘Noun’. কোনও ব্যক্তি, বস্তু, স্থান, অবস্থা, অনুভূতি, সমষ্টি— যে কোনও কিছুর নামই হল ‘Noun’.
আলোচনায় পর্ণা চৌধুরি, ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর।