জয়া প্রদা। ছবি: সংগৃহীত।
অভিনেত্রী, রাজনীতিবিদ জয়া প্রদা বিপাকে পড়েছেন। পুরনো একটি মামলায় তাঁর ছ’মাসের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা হয়েছে। এমনি সাজা শুনিয়েছে চেন্নাইয়ের একটি আদালত। ওই মামলায় জয়ার দুই ব্যবসায়িক সহযোগী রাম কুমার এবং রাজা বাবুকেও আদালত দোষী সাব্যস্ত করেছে।
জানা গিয়েছে, কয়েক বছর আগে জয়া প্রদা চেন্নাইয়ে একটি সিনেমা হল কিনেছিলেন। রাম ও রাজা ছিলেন অভিনেত্রীর সহযোগী। যদিও সিনেমা হলটি টানা লোকসানে চলায় সেটি তাঁরা বন্ধ করে দেন। এর পরেই জয়া, রাম ও রাজার বিরুদ্ধে অভিযোগ ওঠে, ওই সময় যে কর্মীরা কর্মরত ছিলেন, তাঁদের বেতন থেকে স্বাস্থ্যবিমার টাকা কেটে নেওয়া হলেও তা জমা দেওয়া হয়নি। এর পর সেই কর্মীরা লিখিত অভিযোগ দায়ের হয়।
আরও পড়ুন:
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৬৮: উন্নতমানের প্রোটিনের উৎস বলেই মাছ এত জনপ্রিয়
দু’দশক পর ফের বড় পর্দায় সানি-অমিশা, শুরুতেই ‘গদর ২’-এর কত লাখ টিকিট বিক্রি হল?
সেই অভিযোগের ভিত্তিতে চেন্নাইয়ের এগমোর ম্যাজিস্ট্রেট আদালতে জয়া, রাম এবং রাজার বিরুদ্ধে মামলা ওঠে। অভিযুক্তরা কর্মীদের টাকা ফেরত দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মামলা তুলে নেওয়ার অনুরোধ করেন। যদিও তাঁদের সেই আবেদন খারিজ করে শুক্রবার আদালত ওই সাজা ঘোষণা করে।