রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


লতা মঙ্গেশকর ও পদ্মিনী কোলাপুরের সঙ্গে শ্রদ্ধা। ছবি: সংগৃহীত।

তিনি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। বলিউডে তাঁর প্রায় এক দশকের কেরিয়ার। এখন তিনি এক জন প্রতিষ্ঠিত নায়িকা। অভিনেত্রী বিনোদন জগতে পা রেখেছিলেন ‘আশিকি ২’ ছবির মাধ্যমে। ছবিটি মুক্তি পেয়েছিল প্রায় এক দশক আগে, ২০১২ সালে। ‘আশিকি ২’ ছবিতে শ্রদ্ধা কাপুর জুটি বেঁধেছিলেন আদিত্য রায় কাপুরের সঙ্গে। ‘স্ত্রী’, ‘এক ভিলেন’, ‘ওকে জানু’, ‘ছিঁছোড়ে’-র মতো ছবিতে তাঁকে দেখা গিয়েছে। আবার ‘হায়দর’, ‘হাসিনা পার্কার’-এর মতো অন্য ধারার ছবিতেও শ্রদ্ধা দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির সাফল্যের জেরে ফের শিরোনামে শ্রদ্ধা।
তবে এ বার রোম্যান্টিক বা হালকা মেজাজের ছবি ছেড়ে জীবনীচিত্রের দিকে ঝুঁকছেন শ্রদ্ধা কাপুর। ২০১৭ সালে ‘হাসিনা পার্কার’ ছবিতে তাঁর নজর কেড়েছিলেন দর্শকদের। ছবিটি বক্স অফিসে তেমন সফল না হলেও তাঁর কাজ প্রশংসিত হয়েছিল। এ বার অভিনেত্রী লতা মঙ্গেশকর, পদ্মিনী কোলাপুরের জীবনীচিত্রে অভিনয় করতে চাইছেন।
আরও পড়ুন:

মা হলেন ইলিয়ানা, জন্মের ছ’দিনের মাথায় সদ্যোজাতের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী

অমর শিল্পী তুমি, পর্ব-১: একটু শুরুর কথা হলে ক্ষতি কী…

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রদ্ধা। সেখানে তাঁকে বায়োপিক নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি লতা মঙ্গেশকর ও পদ্মিনী কোলাপুরের তারকার নাম উল্লেখ করেন। সম্পর্কে পদ্মিনী কোলাপুরে শ্রদ্ধার মাসি। তাঁর সঙ্গে অভিনেত্রীর আত্মিক যোগ রয়েছে। তবে শ্রদ্ধা সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরেরও অনুরাগী। শ্রদ্ধা জানান, সুরসম্রাজ্ঞীর চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তাঁর কাছে সৌভাগ্যের ব্যাপার।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৬৭: প্রবাল প্রাচীর আমাদের ভবিষ্যতের ওষুধের ভাণ্ডার

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-২৬: হারায়ে খুঁজি

শুধু অভিনয় নয়, শ্রদ্ধা গান গাইতে ভালোবাসেন। ‘আশিকি ২’ ছবিতে এক গায়িকার চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল। পাশাপাশি ‘রক অন ২’ ছবিতে তিনি গানও গেয়েছেন। শ্রদ্ধার কথায়, এক জন গায়িকার জীবনীচিত্রে অভিনয়ের সুযোগ পেলে গান গাওয়ার দিকে আরও বেশি করে নজর দেবেন।

Skip to content