বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। ছবি: সংগৃহীত।
‘ভুল ভুলাইয়া ২’ মুক্তি পেয়েছিল গত বছর। অনীস বজমী পরিচালিত এই ছবিতে অভিনেতা কার্তিক আরিয়ান দর্শকদের নজর কেড়েছিলেন। ২০২২ সালে সর্বভারতীয় ক্ষেত্রে বাজারে একচেটিয়া ব্যবসা করেছে দক্ষিণী ছবি। সে সময় একমাত্র কার্তিক অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ ছবিই মাথা তুলে দাঁড়িয়ে ছিল।
‘ভুল ভুলাইয়া ২’ ছবির সাফল্যের পরে কার্তিক অভিনীত ‘শেহজাদা’ ছবিটি মুক্তি পায়। দর্শক ও অনুরাগীরাও ছবিটি নিয়ে বেশ উন্মাদনায় দেখিয়েছিলেন। যদিও কার্তিক ও কৃতি শ্যাননের এই ছবি দর্শকদের প্রত্যাশা পূরণ ব্যর্থ হয়। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। রোহিত ধওয়ান পরিচালিত এই ছবির বাজেট ছিল প্রায় ৬৫ কোটি টাকা। হাল এতটাই খারাপ হয় যে, ‘শেহজাদা’ বক্স অফিস থেকে ওই ৬৫ কোটি টাকাও তুলতে ব্যর্থ হয়। ছবিটি ৩০ দিনে মাত্র ৩০ কোটির ব্যবসা করে। এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছেন নেন কার্তিক আরিয়ান।
আরও পড়ুন:
শাবানাকে চুম্বন স্বামী ধর্মেন্দ্রর! অভিমানেই কি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ দেখেননি হেমা?
অমর শিল্পী তুমি, পর্ব-১: একটু শুরুর কথা হলে ক্ষতি কী…
কার্তিক প্রায় নাক-কান মুলছেন সিদ্ধান্ত নিয়েছেন একটি কাজ কখনওই করবেন না। কী সেই কাজ সে কথাই জানিয়েছেন ‘শেহজাদা’র অভিনেতা। ‘শেহজাদা’ অল্লু অর্জুন অভিনীত ‘আলা বৈকুন্ঠাপুরামালু’ ছবিরই হিন্দি সংস্করণ। দক্ষিণে ছবিটি ভালো ব্যবসা করলেও বলিউডে পুরোপুরি ব্যর্থ হয়। এর পর কার্তিক সিদ্ধান্ত নেন, আর যাই হোক না কেন, রিমেক ছবিতে কোনও দিন কাজ করবেন না।
আরও পড়ুন:
রোজ দিনের এই সব অভ্যাস কঠিন রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে তোলে, জানতেন?
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৬৭: প্রবাল প্রাচীর আমাদের ভবিষ্যতের ওষুধের ভাণ্ডার
সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্তিক আরিয়ান জানান, ‘‘শেহজাদা’ আমার দৃষ্টিভঙ্গি একেবারে বদলে দিয়েছে। আমি বুঝতে পেরেছি, যে ছবি দর্শক আগে একবার দেখে ফেলেছেন, সেই একই গল্প দেখতে তারা আর পয়সা খরচ করে প্রেক্ষাগৃহে যাবেন না। তাই আমি আর কখনও রিমেক ছবিতে কাজ করবই না। এমন ছবি করবই না, যা আগেই অন্য কেউ করে ফেলেছেন।’’