অভিনেত্রী সেলিনা জেটলি। ছবি: সংগৃহীত।
অভিনেত্রী সেলিনা জেটলিকে নিয়ে গত এপ্রিল বিস্ফোরক মন্তব্য করেন পাকিস্তানের স্বঘোষিত চিত্রসমালোচক ও সাংবাদিক উমের সান্ধু। উমের সেলিনাকে নিয়ে একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘‘সেলিনা ভারতের একমাত্র অভিনেত্রী, যিনি বাবা এবং ছেলে (অভিনেতা-পরিচালক ফিরোজ খান এবং অভিনেতা ফারদিন খান) দু’জনের সঙ্গে শারীরিক সম্পর্কে ছিলেন।”
উমেরের এহেন টুইটের পরেই ঝড় ওঠে সমাজমাধ্যমে। অস্বস্তিতে পড়েন অভিনেত্রী সেলিনা জেটলি। অভিনেতা উমেরের এহেন টুইটের কড়া সমালোচনা করেন অভিনেত্রী। এ বার অভিনেত্রী ভারতের বিদেশ মন্ত্রক ও দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কাছে সবিস্তারে বিষয়টি জানিয়েছেন। সেই সঙ্গে সেলিনা দ্রুত তদন্ত এবং কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন। এমনকি, গোটা বিষয়টি তিনি মহিলা হাই কমিশনের নজরেও এনেছেন।
উমেরের এহেন টুইটের পরেই ঝড় ওঠে সমাজমাধ্যমে। অস্বস্তিতে পড়েন অভিনেত্রী সেলিনা জেটলি। অভিনেতা উমেরের এহেন টুইটের কড়া সমালোচনা করেন অভিনেত্রী। এ বার অভিনেত্রী ভারতের বিদেশ মন্ত্রক ও দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কাছে সবিস্তারে বিষয়টি জানিয়েছেন। সেই সঙ্গে সেলিনা দ্রুত তদন্ত এবং কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন। এমনকি, গোটা বিষয়টি তিনি মহিলা হাই কমিশনের নজরেও এনেছেন।
এই মুহূর্তে সেলিনা অস্ট্রিয়ার বাসিন্দা। তাই তাঁর পরিবার পরিজনও অভিনেত্রীকে নিয়ে খানিক উদ্বিগ্ন। সম্প্রতি অভিনেত্রী এক টুইটে লেখেন, ‘‘পাকিস্তানের স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক এবং সাংবাদিক উমের সান্ধু আমার সম্পর্কে মিথ্যা দাবি করেছিলেন। আমি নাকি অভিনেতা-পরিচালক ফিরোজ খান এবং তাঁর ছেলে অভিনেতা ফারদিন খানের সঙ্গে শারীরিক সম্পর্কে ছিলাম। আমি এক জন ভারতীয় সেনার মেয়ে। শেষ নিশ্বাস পর্যন্ত লড়ব। ওই লোকটাকে উচিত শিক্ষা দিতে প্রয়োজনে পাকিস্তানেও যাব।’’
আরও পড়ুন:
‘থালাইভা’ বহু মানুষের অনুপ্রেরণা, তবু তাঁর কিছু খারাপ অভ্যাসও ছিল, অবশেষে ভুল স্বীকার রজনীকান্তের
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৬৬: ঈল মাছের এই রহস্য নিশ্চয়ই একদিন উদঘাটন হবে
সেলিনার বলিউডে অভিষেক হয় ২০০১ সালে, ‘জানশীন’ ছবির মাধ্যমে। সেলিনাকে ছেলে ফারদিন খানের প্রথম ছবির নায়িকা হিসাবে সেলিনাকে নির্বাচন করেন অভিনেতা-পরিচালক ফিরোজ খান। পোশাক ও ছবির সাহসী দৃশ্যের জন্য দর্শকদের নজর কাড়েন অভিনেত্রী। যদিও বিভিন্ন সময় অভিনয়ের জন্য তাঁকে কটাক্ষের শিকার হতে হয়েছে। এক সময় বিনোদন জগৎ থেকে তিনি নিজেকে সরিয়ে নেন।
আরও পড়ুন:
ডাল খেলে রসনাতৃপ্তি হয়, কিন্তু রোগা ছিপছিপে হতে সাহায্য করে কি?
অজানার সন্ধানে: এই ভূতুড়ে দ্বীপে তিনিই একমাত্র মহিলা, দিন কাটে দাগি অপরাধীদের সঙ্গে, ‘দ্বীপের রানি’র কেন এমন সিদ্ধান্ত?
আচমকাই অভিনেত্রীকে নিয়ে পাকিস্তানের স্বঘোষিত চিত্রসমালোচক উমের সান্ধুর এমন মন্তব্যে সেলিনা মেজাজ হারান। উমের সান্ধুর টুইটের পাল্টা টুইটে করে নায়িকা লিখেছিলেন, ‘‘মিস্টার সান্ধু, এরকম একটি টুইট করে আপনি হয়তো পুরুষ হওয়ার দৌড়ে খানিকটা এগিয়ে গেলেন। একটু আশাও হয়তো আপনার বেড়েছে যে, আপনার যৌন অক্ষমতা সেরে উঠবে। আপনি বিশ্বাস করুন, সেরে ওঠার অনেক উপায় আছে। আপনি চাইলে কোনও চিকিৎসকের পরামর্শ নিন। দয়া করে আপনি সময় নিয়ে নিজের চিকিৎসা করিয়ে নেবেন!’’