বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


ইসরোর চন্দ্রযান-৩। ছবি: ইসরো।

অবশেষে পরিকল্পনা মতো ইসরোর চন্দ্রযান-৩ পৃথিবীর কক্ষপথে পঞ্চম অর্থাৎ শেষ ধাপটিও ভালোয় ভালোয় পেরিয়ে গেল। মঙ্গলবার দুপুর ২টো থেকে ৩টের মধ্যে চন্দ্রযান-৩ এর পৃথিবীর কক্ষপথ পরিবর্তনের কথা ছিল। ইসরো ২.৪৫ নাগাদ টুইট করে এই সাফল্যের কথা জানিয়েছে। উল্লেখ্য, ইসরোর এই চন্দ্রযান-৩ অভিযান সফল হলে সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা এবং চিনের পরেই তালিকায় নাম তুলে ফেলবে ভারত। পৃথিবীর চতুর্থ দেশ হিসাবে ভারত চাঁদে সফল ভাবে মহাকাশযান অবতরণ করাবে।
চন্দ্রযান-৩-এর গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে বেঙ্গালুরুতে ইসরোর দফতর থেকে। মঙ্গলবার পৃথিবীর কক্ষপথের শেষ ধাপটিও ইসরোর এই দফতর থেকে পরিচালিত হয়েছে। এই মুহূর্তে
মহাকাশযানটি সফল ভাবে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের বাইরে রয়েছে। এ বার চাঁদের ‘রাজত্বে’ প্রবেশ করবে চন্দ্রযান-৩।
আরও পড়ুন:

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-৯: ফেরেন্তস পুসকাস: দুটি দেশের হয়েই বিশ্বকাপ খেলেছেন

ইতিহাস কথা কও, কোচবিহারের রাজকাহিনি, পর্ব-৩: কোচবিহার ও রাজ পরিবার— নানা ধর্ম ও মানুষের মিশ্রণ

এ প্রসঙ্গে ইসরো তরফে জানানো হয়েছে, পঞ্চম অর্থাৎ শেষ বার কক্ষপথ পরিবর্তনের ফলে চন্দ্রযান-৩ পৌঁছবে ১২৭৬০৯ কিমিX২৩৬ কিমি কক্ষপথে। সেই সঙ্গে এর গতিও বাড়বে। আগামী ১ অগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশের প্রক্রিয়াটি শেষ হবে। এ দিনই চাঁদের কক্ষপথে ইসরোর চন্দ্রযান-৩ ভারতীয় সময় রাত ১২ থেকে ১টার মধ্যে প্রবেশ করার কথা।

এর আগে গত ১৫ জুলাই, ১৬ জুলাই, ১৮ জুলাই এবং ২০ জুলাই চন্দ্রযান-৩ পৃথিবীর কক্ষপথ পরিবর্তন করেছে সফল ভাবে। এ ভাবেই ক্রমশ পৃথিবীর সঙ্গে চন্দ্রযান-৩ এর দূরত্ব বেড়েছে। সব কিছু ঠিক ভাবে এগলে আগামী ২৩ বা ২৪ অগস্ট চন্দ্রযান-৩ চাঁদে পিঠে পৌঁছবে।
আরও পড়ুন:

স্বাদে-আহ্লাদে: বিকেল হলেই জমিয়ে প্রেম বা আড্ডা, সঙ্গে যদি থাকে ভেজিটেবিল চপ

বাস্তুবিজ্ঞান, পর্ব-২১: বাস্তু মতে, বাড়ির সবার শোয়ার ঘর কোন দিকে হলে ভালো? কোন দিকেই বা থাকে ঠাকুর ঘর?

শুক্রবার ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণ হয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ থেকে ল্যান্ডার বিক্রম নামার কথা। যদি ল্যান্ডার বিক্রম সফল ভাবে চাঁদের মাটি ছোঁয়ার পরে রোভার প্রজ্ঞানকে ঠিক ভাবে অবতরণ করাতে পারে তাহলে ভারতীয় মহাকাশ অভিযানের নতুন ইতিহাস তৈরি হবে। ইসরো জানিয়েছে, চন্দ্রযান ৩-এর সৌরচালিত ল্যান্ডার বিক্রম আগামী ২৩ বা ২৪ অগস্টের মধ্যে চাঁদের মাটিতে নামতে পারে। সৌরচালিত রোভার প্রজ্ঞান সেখান থেকেই বেরিয়ে চাঁদের মাটিতে নামবে।

Skip to content