শনিবার ৯ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

সিবিএসই বোর্ডের পথেই হাঁটতে চলেছে সিআইএসসিই বোর্ড? ‘কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্‌জামিনেশন’ (সিআইএসসিই)-এর দশম শ্রেণির পরীক্ষা (আইএসসিই) ক্রমশ গুরুত্ব হারিয়ে ফেলছে। সব কিছু পরিকল্পনা মতো এগলে দ্বাদশ শ্রেণির আগে পড়ুয়াদের আর বোর্ডের আইসিএসই পরীক্ষা দিতে হবে না।
এ প্রসঙ্গে সিআইএসসিই বোর্ডের প্রধান সচিব জেরি অ্যারাথুন জানিয়েছেন, ২০২৪ সালে সিআইএসসিই বোর্ডের দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা হবে। যদিও পরের বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে দশম শ্রেণির আইএসসিই পরীক্ষা আর হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২৯: ডায়াবেটিসে কি আলু একদম বন্ধ?

ক্লাসরুম: উচ্চ মাধ্যমিকে দশের মধ্যে জায়গা করে নেওয়া সহজ ছিল না, তবে মন বলছিল—আমি পারব

জাতীয় শিক্ষানীতি (এনইপি) চালু করা নিয়ে সিআইএসসিই বোর্ড তাদের স্কুলগুলির প্রধান শিক্ষকদের পাঁচ দিন ধরে প্রশিক্ষণ দিচ্ছে। সেখানেই বোর্ডের প্রধান সচিব জেরি অ্যারাথুন আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষা নিয়ে এই কথা জানান। তাঁর কথায়, দশম শ্রেণির বোর্ড পরীক্ষা ২০২৫ সাল থেকে তুলে দেওয়া হতে পারে। তখন শুধু বার্ষিক পরীক্ষা দিয়েই ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণিতে উঠবে। এই নিয়ম চালু হলে পড়ুয়ারা দ্বাদশ শ্রেণিতে প্রথম বোর্ড পরীক্ষা দেবে। এখন সিবিএসই বোর্ডেও এই নিয়ম চালু রয়েছে। সিবিএসই বোর্ডের ক্ষেত্রেও দশম থেকে একাদশ শ্রেণিতে উঠতে বার্ষিক পরীক্ষা দিতে হয় পড়ুয়াদের।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৬৮: বাবা, ‘পিতা নোহসি’ বলো — এই কথাটি ঘুরেফিরেই কবির কানে বেজে উঠত

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৩: আত্মারামে কুটো বাঁধা আছে

জেরি আরও জানান, জাতীয় শিক্ষানীতি (এনইপি) সিআইএসসিই বোর্ডের অধীনে স্কুলগুলিতে ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। ২০২৪ সালে দশম শ্রেণির এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় মূল্যায়নে বদল আনা হচ্ছে। পরিবর্তন হবে প্রশ্নপত্রেও। এমনকি, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় আগামী বছর থেকে সব বিষয়ের প্রশ্নপত্রে ‘ক্রিটিক্যাল থিঙ্কিং’-এর প্রশ্নে ১০ নম্বর করে থাকবে।

Skip to content