বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

চোখ আমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখের সমস্যা যখনই হয় তখনই পরতে হয় চশমা। সে দীর্ঘক্ষণ একটানা কাজ করলেই হোক বা শরীরের অন্য কোনও সমস্যা। যে কোনও বয়সে এই সমস্যা আসতেই পারে। আর চোখের সমস্যা এলেই চশমা মাস্ট। যদিও কেউ কেউ আবার স্টাইলের জন্যও এই চশমা ব্যবহার করে। কিন্তু চশমা পরতে পরতে অনেক সময়েই একঘেয়েমি চলে আসে। তখন অনেকেই লেন্সের দিকে ঝোঁকে। কিন্তু একটানা লেন্স পরাও খুবই অসুবিধাজনক। তখন ঘুরেফিরে আবার চশমাতেই ফিরতে হয়। তাই জেনে নিন ঘরোয়া উপায়ে চশমা পরিষ্কার করার কিছু উপায়।
 

টুথপেস্ট

সবার বাড়িতেই পাওয়া যায় এই জিনিসটি। আলাদা করে কিনে আনার দরকার পড়বে না। তাই অনায়াসে পরিষ্কার করে নিন চশমার কাচ। আঙুলের ডগায় সামান্য টুথপেস্ট নিয়ে চশমার কাচে চক্রাকারে লাগান। তারপর নরম কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিন।
 

বেকিং সোডা ও জল

এই জিনিসটিও সহজে পাবেন হাতের কাছে। ১ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ১ টেবিল চামচ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। একটি মাইক্রোফাইবার কাপড়ে পেস্টটি লাগিয়ে নিয়ে ধীরে ধীরে ঘষে পরিষ্কার করুন চশমার কাচে পড়া স্ক্র্যাচ।

আরও পড়ুন:

বিচিত্রের বৈচিত্র: তুমি অধম বলিয়া আমি উত্তম…

পর্দার আড়ালে, পর্ব-৩৭: মহানায়কের সেই ভুবন ভুলানো হাসি আর সস্নেহ চাহনির কথা বারবার মনে পড়ে যাচ্ছে

 

কুসুম গরম জল

চশমা পরিষ্কারের জন্য কুসুম গরম জল ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন সেটা যেন কুসুম গরম জলই হয়, কেননা অতিরিক্ত গরম জল লেন্সের ক্ষতি করতে পারে।
 

অন্য কোনও ক্লিনার

চশমা পরিষ্কার করার জন্য বাজারে লেন্স ক্লিনার কিনতে পাওয়া যায়। যদি বাড়িতে হাতের কাছে সেই ক্লিনার খুঁজে না পান তাহলে কম্পিউটার স্ক্রিন ক্লিনার কিংবা গাড়ির গ্লাস ক্লিনার দিয়েও পরিষ্কার করতে পারেন চশমার কাচ।

আরও পড়ুন:

ভাতে ক্যালোরির পরিমাণ অনেকটাই বেশি, এই ৩ খাবার সাদা ভাতের বিকল্প হিসাবে খেয়ে দেখতে পারেন

‘আমি তো অন্তঃসত্ত্বা নই,’ বিয়ে নিয়ে প্রশ্ন করতেই জবাব তাপসী পন্নুর, কাকে উদ্দেশ্য করে এমন বললেন?

 

বেকিং সোডা ও ভিনিগার

এক টেবিল চামচ বেকিং সোডা ও ১ চা চামচ ভিনেগার মিশিয়ে চশমার কাচে ঘষে নিন। মাইক্রোফাইবার কাপড় কিংবা পাতলা ও নরম কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলুন চশমার কাচ।
 

জলে ভিজিয়ে রাখুন

চশমা পরিষ্কার করার জন্য প্রতিদিন অন্তত একবার ১০ মিনিট ধরে জলে চশমা ভিজিয়ে রাখুন। এরপর ব্রাশ দিয়ে নোজ প্যাডে ঘষে নিন। মাইক্রোফাইবার কাপড়, নরম শুকনো সুতির কাপড় কিংবা পুরোনো গেঞ্জি ব্যবহার করে চশমার লেন্স মুছে ফেলুন। এতে চশমা ঝকঝকে থাকবে এবং বেশি দিন টিকবে।


Skip to content