শুক্রবার ২৯ নভেম্বর, ২০২৪


কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড— অনেকেই এই দু’টি বিষয়কে গুলিয়ে ফেলেন। তবে কিছু কিছু ক্ষেত্রে এই দুয়ের মধ্যে মিলও রয়েছে বটে। আবার অমিলও অনেক আছে। হৃদ্‌যন্ত্রের অসুস্থতা শনাক্ত করতে হলে চিকিৎসক রক্তপরীক্ষা করতে দেন। সেই সব পরীক্ষার মধ্যে দিয়েই তিনি দেখে নেন ট্রাইগ্লিসারাইড আর কোলেস্টেরলের মাত্রা বিপদসীমার মধ্যে আছে কি না। আলোচনা করেছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ দেবজ্যোতি সাহা।

Skip to content