![](https://samayupdates.in/wp-content/uploads/2023/07/apple.jpg)
ছবি: প্রতীকী।
নজির গড়তে চলেছে টাটা গোষ্ঠী। তাদের হাত ধরেই দেশে প্রথম আইফোন প্রস্তুত হতে চলছে। অ্যাপল এই প্রথম ভারতের কোনও সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে। সব ঠিকঠাক চললে আগামী অগাস্ট মাসেই এই চুক্তি হওয়ার কথা বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, দেশের দক্ষিণ প্রান্তে কোনও একটি জায়গায় কারখানা গড়ে উঠবে। এমনই চিন্তা-ভাবনা করছে টাটা গোষ্ঠী। ইতিমধ্যেই কর্নাটকের উইস্ট্রন সংস্থাটিকে নিজেদের অধীনে আনার বিষয়ে আলাপ আলোচনা শুরু হয়ে গিয়েছে বলে খবর।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/07/skin-care.jpg)
বর্ষার জলে মুখ ভর্তি র্যাশ? জ্বালা থেকে মুক্তি পেতে রইল এই ৩ ঘরোয়া টোটকা
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/07/samantha-Prabhu.jpg)
‘সবচেয়ে কঠিন ছ’মাস…’, অভিনয় থেকে বিরতির মধ্যেই সামান্থা প্রভুর পোস্ট ঘিরে রহস্য ঘনাচ্ছে, উদ্বিগ্ন ভক্তরা
পরিকল্পনা অনুযায়ী যদি এই প্রকল্প বাস্তবায়িত হয়, তাহলে ভারতের প্রথম আইফোন প্রস্তুতকারী সংস্থা হিসাবে টাটা গোষ্ঠী ইতিহাস সৃষ্টি করবে। সংস্থার অপারেটিং চিফ, এন গণপতি সুব্রহ্মণ্যম জানিয়েছেন, “আমি প্রোজেক্টের সঙ্গে সরাসরি যুক্ত নই। তবে এই স্বপ্ন সত্যি হলে তা দেশের জন্য ভালো হবে।”
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/06/sexlife2.jpg)
মনের আয়না: নেতিবাচক ভাবনা সরিয়ে সঙ্গীকে বোঝার চেষ্টা করুন, ফিরবে হৃত যৌনজীবন
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/07/ramakrishna.jpg)
অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-২৮: মানুষের মন থেকে বিষয়-বাসনা নিবৃত্তি হলে ঈশ্বর-কৃপায় হৃদয় পবিত্র হয়
আইফোনের দাম আকাশছোঁয়া। তবে মনে করা হচ্ছে, দেশে আইফোন তৈরি হলে অনেকটাই খরচ কমবে। তখন এই সাধারণে নাগালে আসবে বলে আশা করা হচ্ছে। এখন ভারতে আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ আলাদা আলাদা করে জড়ো করে তৈরি করা হয়। ব্যবসায়ীদের একাংশ মনে করছে, অ্যাপলের সঙ্গে টাটা গোষ্ঠীর চুক্তি সফল হলে জলের দরে আইফোন সাধারণ মানুষের হাতে পৌঁছতে বেশি সময় লাগবে না।