সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

বাংলায় আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শীঘ্রই আসছে। এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানেই ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা জানানো হয়েছে। প্রথম দফায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং দ্বিতীয় দফায় আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পাঠানো হয়েছিল। চতুর্থ দফায় আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এলে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে।

রাজ্যে পঞ্চায়েত ভোটে দফা বৃদ্ধি করা জরুরি?
পঞ্চায়েত ভোটের জন্য রাজ্যে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার পর কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রের কাছে আরও ৮০০ কোম্পানি বাহিনী চায়। তখন ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তার পরে বাহিনীর জওয়ানরা রাজ্যে ধাপে ধাপে আসতেও শুরু করে।
আরও পড়ুন:

খালি পায়ে না কি জুতো পরে, কী ভাবে শরীরচর্চা করলে মিলবে বেশি উপকার?

পর্দায় নায়ককে চুমুতে আপত্তি, স্বামীর কাছে জবাবদিহি করতে হবে, জানালেন দক্ষিণী নায়িকা প্রিয়মণি

রাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, দেশের ২০টি রাজ্য থেকে ১৬২ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। এছাড়াও ৩২৩ কোম্পানির মধ্যে বিএসএফ থেকে ১০০ কোম্পানি থাকবে। সিআরপিএফ থেকে ৭৩ কোম্পানি, এসএসবি থেকে ৫০ কোম্পানি আসবে বাংলায়। সিআইএসএফ থেকে ৪০ কোম্পানি আরপিএফ থেকে ৩০ কোম্পানি এবং আইটিপিবি থেকে ৩০ কোম্পানি বাহিনীও রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য আসবে।

Skip to content