বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


(বাঁ দিকে) শরিফুল রাজ। পুত্র রাজ্যকে কোলে নিয়ে পরীমণি। (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

এখন স্বামী অভিনেতা শরিফুল রাজের সঙ্গে থাকছেন না বাংলাদেশের চর্চিত জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। গত বছরই অভিনেত্রী শরিফুল রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। যদিও বিয়ের পর থেকেই তাঁদের সংসারে অশান্তি লেগেই রয়েছে। রাজ নাকি তাঁকে শারীরিক নির্যাতন করেছেন, এমন বিস্ফোরক অভিযোগও পরীমণি করেন। এর মাঝে আবার তাঁদের কোল আলো করে পুত্র রাজ্য আসে। পুত্রের কথা ভেবেই নাকি পরীমণি সব কিছু মানিয়ে নিচ্ছিলেন।
তবে অভিনেত্রীর ধৈর্যের বাঁধ ভাঙে রাজের ফোন থেকে তিন নায়িকার গোপন ভিডিয়ো ফাঁস হওয়ার পর থেকেই। এর জেরে নাকি পরীমণি পুত্র রাজ্যকে নিয়ে এখন একা থাকেন। এ বার রাজ্যের প্রথম ইদ। তবে এমন উৎসব দিনে তার সঙ্গে বাবা নেই। যদিও তার জন্য উৎসবে কোনও খামতি নেই। মা পরীমণি ছেলে রাজ্যকে নিয়ে ইদ পালনে মেতেছেন। এদিকে রাজ পাড়ি দিয়েছেন দ্বীপরাষ্ট্র মলদ্বীপে।
আরও পড়ুন:

নির্ধারিত দিনের এক দিন আগে ওটিটিতে আদিত্য-অনিল! পরিকল্পনা করে মুক্তি ‘দ্য নাইট ম্যানেজার ২’-এর?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৩: সুন্দরবনে মানুষের আদি বসতি

স্বামী এখন বিদেশে এমন খবর পেয়ে পরীমণি কী বললেন? অভিনেত্রী বাড়িতেই পুত্রকে নিয়ে ইদ উদযাপন করেছেন। এর মাঝেই জানা গেল, শরিফুল এখন মলদ্বীপে। বাংলাদেশের সংবাদমাধ্যমকে রাজ জানিয়েছেন, কয়েকদিনের জন্য তিনি মলদ্বীপ যাচ্ছেন। দিন সাতেক পরে ফিরবেন। ইদে ছেলের রাজ্যের তাঁর দেখা হয়েছে? জবাবে রাজ বলেন, ‘‘কয়েক দিন আগেই আমি মলদ্বীপ যাওয়ার পরিকল্পনা করি। তাই বনানীতে ইদের আগের দিন রাতে আমাদের দেখা হয়। পরী রাজ্যকে নিয়ে কেনাকাটায় বেরিয়েছিল। সেখানেই দেখা হয় আমাদের। তবে ইদের দিন আমাদের দেখা বা কথাবার্তা কোনও কিছুই হয়নি।’’
আরও পড়ুন:

বইয়ের দেশে: আট থেকে আশির সুস্থ্য থাকার হ্যান্ডবুক ‘খাবার নিয়ে ভাবনা’

স্বাদে-আহ্লাদে: সকালে জলখাবারে থাক নতুনত্ব, বানিয়ে ফেলুন সুস্বাদু পালক পনির পরোটা

স্বামীর রাজের মলদ্বীপ ভ্রমণ প্রসঙ্গে পরীমণি জানান, “ও যা খুশি তাই-ই করছে। একদম নিজের মতো করেই ও চলছে। যেখানে খুশি যাচ্ছে। তবে এ সবে আমারই বা কী!” মলদ্বীপ রাজ একাই যাচ্ছেন, না কি কোনও সঙ্গীও রয়েছেন? রাজ বলেন, ‘‘আমি একাই এসেছি। কেউ থাকলে ভালোই হত। আমার একা ঘুরতে ভালো লাগে।’’

এ বছর শরিফুল রাজের ‘রক্তজবা’ এবং ‘ইনফিনিটি সিজন ২’ এই দুটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। যদিও এ বছর ইদে পরীমণির কোনও ছবি মুক্তি পায়নি।

Skip to content