বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


জয়পুরে কিয়ারার সঙ্গে কার্তিক।

সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী গত ফেব্রুয়ারি মাসে গাঁটছড়া বাঁধেন। রাজস্থানের জয়সলমেরে চার হাত এক হয় দুই তারকার। বিয়ে পরে দিল্লিতে শ্বশুরবাড়িতে কিছু কাটিয়ে কিয়ারা মুম্বই ফেরেন। মায়ানগরীতে ফিরে তাঁরা জমকালো রিসেপশনও দেন।
শীঘ্রই মুক্তি পেতে চলেছে কিয়ারার ছবি ‘সত্য প্রেম কি কথা’। সিদ্ধার্থের হাতেও একাধিক ছবি রয়েছে। সম্প্রতি ‘সত্য প্রেম কি কথা’র প্রচারে কিয়ারা ও কার্তিক আরিয়ান জয়পুরে গিয়েছিলেন। সেখানকার কিছু ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর সেখান থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা। গুঞ্জন কিয়ারা নাকি অন্তঃসত্ত্বা!
আরও পড়ুন:

প্রয়াত ‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা, থামল মারণ রোগের সঙ্গে লড়াই

নাগার নাম শুনেই লাজে রাঙা হলেন শোভিতা, জীবনসঙ্গীর মধ্যে অভিনেত্রী কোন গুণটি চান?

অভিনেত্রীর পরনে ছিল রাজস্থানি হাতের কাজের ব্লেজার ও প্যান্টের সঙ্গে ব্রালেট। অভিনেত্রীর নাভির কাছে ব্লেজার আটকানো ছিল হুক দিয়ে। তার মধ্যে থেকেই নাকি অভিনেত্রীর স্ফীতোদর উঁকি দিচ্ছে। বিষয়টি নিয়ে জোরদার জল্পনা চলছে সমাজমাধ্যমে। মাত্র চার মাস আগে বিয়ে হয়েছে অভিনেত্রীর। তার মধ্যেই কিয়ারা কি সত্যি অন্তঃসত্ত্বা? সমাজমাধ্যমে হইচই শুরু হয়েছে। কেউ লিখেছেন, ‘‘কিয়ারা কি অন্তঃসত্ত্বা?’’, আবার অন্যজনের বক্তব্য, ‘‘আমার তো ‘বেবি বাম্প’ বলেই মনে হচ্ছে।’’ আবার একাংশের কথায়, এটা ‘বেবি বাম্প’-এর লক্ষণ নয়। সত্যিটা জানতে হলে অনুরাগীদের অপেক্ষা করতে হবে।

Skip to content