সোমবার ২৫ নভেম্বর, ২০২৪

ছবি: প্রতীকী।

রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটে নিরাপত্তার কারণে বাংলার ২২টি জেলাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে পরিষ্কার জানিয়ে দিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়া নিয়ে রাজ্যের একাধিক জায়গায় অশান্তি চলছে। কোনও কোনও জায়গায় প্রাণহানিও হয়েছে। এই আবহেই এমন নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিয়েছে। রাজ্য সরকার বৃহস্পতিবার হাই কোর্টে জানিয়েছিল, রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটের নিরাপত্তার জন্য যাতে পুলিশবাহিনীর কোনও ঘাটতি না থাকে, সে জন্য অন্য রাজ্য থেকে পুলিশবাহিনী নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন:

বিয়ের কার্ড বিলোচ্ছেন ‘কুইন’ কঙ্গনা! তাহলে কি এ বার ছাঁদনাতলায় যাচ্ছেন অভিনেত্রী?

স্বাদে-আহ্লাদে: স্বাদ বদলে চটজলদি বানিয়ে ফেলুন আম গুড় রেসিপি

যদিও বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট পরিষ্কার জানিয়ে দেয় পুলিশ নয়, রাজ্যে কেন্দ্রীয়বাহিনীর নজরদারিতেই পঞ্চায়েত ভোট হবে। রাজ্য নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করতে হবে নির্দেশে এমনটা বলা হয়েছে। সেই সঙ্গে নির্দেশে এও জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের খরচ বহন করবে কেন্দ্র সরকার।

Skip to content