সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

হেলতে-দুলতে এসে দোকানে ঢুকলেন, ইচ্ছে মতো বিস্কুট এবং মিষ্টি খেয়ে ধীরেসুস্থে চলেও গেলেন। আরও আছে, যাওয়ার সময় শুঁড়ে করে কিছু পছন্দের খাবারদাবারও নিয়ে গেলেন। গজরাজের ‘দাদাগিরি’। ঘটনাটি ঘটেছে অসমের গুয়াহাটিতে।
মঙ্গলবার দুপুর নাগাদ গুয়াহাটির সাতগাঁও এলাকায় একটি হাতে ঢুকে পড়ে। লোকালয়ে প্রবেশ করেই হাতিটি একটি খাবারের দোকানে ঢুকে পড়ে। ওই দোকাটির সামনের দিকে নানা রকমের মিষ্টি এবং বিস্কুট দিয়ে সাজানো ছিল। হাতি যখন দোকানে ঢুকতে তখন ক্রেতারা ভয়ে দোকান ছেড়ে পালান। দোকানে হাতিটি ঢুকে কিছু মিষ্টি খেয়ে নেয়। তার পর কিছুটা বিস্কুট খেয়ে পেটপুজো করে। আর ফেরার পথে শুঁড়ে করে কিছু খাবার নিয়েও যায়।
আরও পড়ুন:

৭ জেলায় শীঘ্রই কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ! মনোনয়নের সময়সীমা নিয়ে মতামত দেবে না হাই কোর্ট

লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন, পর্ব-১: কেবলই দৃশ্যের জন্ম হয়…

এরকম একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও এর সত্যতা যাচাই করেনি সামায় আপডেটস। হাতিটি যখন মনের আনন্দে এক এক করে মিষ্টি খাচ্ছিল, তখন ওই দোকানের মালিক কাগজে আগুন জ্বালিয়ে তাকে তাড়ানোর চেষ্টা করছিলেন। যদিও হাতিটি সে সবে একটুও ভয় পায়নি। পেট ভরিয়ে তবেই সে দোকান ছাড়ে।
আরও পড়ুন:

বাস্তুবিজ্ঞান: পর্ব-২০: বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করতে চান? কোন দিকে দেবদেবীদের রাখা শাস্ত্রসম্মত?

হেলদি ডায়েট: তীব্র গরমে সুস্থ থাকতে ভরসা রাখুন ফলে-জলে-শরবতে

হাতিটি আমচাং বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্র থেকে হঠাৎ করে লোকালয়ে ঢুকে পড়ে বলে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়। হাতি আচমকা এলাকায় ঢুকে পড়লে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। তবে গজরাজ কারও কোনও ক্ষতি করেনি। খাবার খেয়ে সোজা জঙ্গলেই ফিরে যায়।

Skip to content