শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ওম রাউত পরিচালিত ছবি ‘আদিপুরুষ’ ১৬ জুন মুক্তি পেতে চলেছে। এই ছবি শুরু থেকে নানা বিতর্কে জড়িয়েছে। এক সময় ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে। এ নিয়ে মামলাও পর্যন্ত। রাবণের সাজ হিন্দু ব্রাহ্মণের মতো হয়নি বলে কট্টর হিন্দুরা দাবি ছিল। প্রচার ঝলক এবং নতুন পোস্টার মুক্তির পরেও বিতর্ক দানা বাঁধে। বার বার বিতর্কের কেন্দ্রে এসেছে ‘আদিপুরুষ’।

অভিযোগ, ছবির ঝলকে নাকি বলিউড অভিনেতা সইফ আলি খানকে মোগল শাসকের মতো দেখাচ্ছে। তবে এত বিতর্কের পরেও ‘আদিপুরুষ’ বিশ্ব জুড়ে প্রদর্শিত হওয়ার ছাড়পত্র পেয়েছে। শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিংও। এই মুহূর্তে ছবির টিকিটের চাহিদা ঊর্ধ্বমুখী। এর অন্যতম কারণ, নির্মাতারা সিদ্ধান্ত নেন, প্রেক্ষাগৃহে ‘আদিপুরুষ’ প্রদর্শনের সময় একটি করে আসন নাকি বিক্রি করা হবে না।
রামভক্ত হনুমানের জন্য ওই বিশেষ আসনটি নাকি সংরক্ষিত থাকবে। সম্প্রতি ছবির নির্মাতারা একটি টুইট করেন। সেখানে জানানো হয়, ‘আদিপুরুষ’ ছবির টিকিটের চাহিদা তুঙ্গে থাকলেও প্রেক্ষাগৃহের একটি করে আসন নাকি বিক্রি করা হবে না। এর কারণও নির্মাতারা জানিয়েছেন। টুইটারে বলা হয়েছে, ওই বিশেষ একটি আসটি সংরক্ষিত রাখা হবে শ্রীরামভক্ত হনুমানের জন্য। নির্মাতাদের বিশ্বাস, ভগবান রামচন্দ্র যেখানে বিরাজ করেন, সেখানেই বসত হনুমানেরও। ভক্তদের বিশ্বাসের কথা মাথায় রেখেই নাকি নির্মাতারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। নির্মাতাদের এমন সিদ্ধান্তে নাকি টিকিট কেনার চাহিদা তুঙ্গে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে টিকিটের দাম। খবর, দিল্লিতে ‘আদিপুরুষ’ ছবির টিকিটের দাম নাকি ১৭০০ টাকা ছাড়িয়েছে।
আরও পড়ুন:

‘দ্য ইম্মর্টাল অশ্বত্থামা’, ‘ডন ৩’ এর পরে এবার কি ‘বৈজু বাওরা’ও হাতছাড়া রণবীর সিংহের?

ইংলিশ টিংলিশ: LOL, ASAP, ATM, etc বা e. g.-এর পুরো কথাগুলো কী জানেন?

এদিকে প্রায় সপ্তাহখানেক আগেই নাকি ছবির বাজেটের প্রায় ৮৫ শতাংশ টাকা তুলে নিয়েছে ‘আদিপুরুষ’। এমনই দাবি নির্মাতাদের। এই পরিমাণ টাকা তুলে নেওয়া হয়েছে ছবি স্যাটেলাইট স্বত্ব বিক্রি এবং অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে। এখানেই শেষ নয়, ছবি মুক্তির আগেই তেলঙ্গানায় বিনামূল্যে ছবির ১০ হাজার টিকিট বিক্রি বিক্রি করা হয়েছে! জানা খবর, তেলঙ্গনায় ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ ছবির অন্যতম প্রযোজক অভিষেক অগরওয়াল ‘আদিপুরুষ’ ছবির পাশে এসে দাঁড়িয়েছেন। তেলঙ্গনার দর্শকের জন্য তিনি ‘আদিপুরুষ’-এর ১০ হাজার টিকিট দানের সিদ্ধান্ত নেন। সুত্রের খবর, ‘আদিপুরুষ’ ছবির প্রতি নিজের সমর্থন থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক।
আরও পড়ুন:

শীঘ্রই মা হতে চলেছেন ইলিয়ানা! তার আগেই সন্তানের বাবার পরিচয় ফাঁস করলেন অভিনেত্রী

যদিও বিনামূল্যে টিকিট পাওয়ার শর্তও আছে। রাজ্যের সরকারি স্কুলের ছাত্রছাত্রী, বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের সদস্যদের এই টিকিট বিনামূল্যে পাবেন। শুধু অভিষেক নন, বলিউড অভিনেতা রণবীর কাপুরও আর্থিক ভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য ১০ হাজার টিকিট কিনতে চলেছেন। সম্প্রতি বলিউডে বাণিজ্য-বিশারদ তরণ আদর্শ এই খবর সমাজমাধ্যমের পাতায় প্রকাশ করেছেন।

নির্মাতাদের তরফে জানানো হয়েছিল ‘‘টুইটারে বলা হয়েছে, ওই বিশেষ একটি আসটি সংরক্ষিত রাখা হবে শ্রীরামভক্ত হনুমানের জন্য। নির্মাতাদের বিশ্বাস, ভগবান রামচন্দ্র যেখানে বিরাজ করেন, সেখানেই বসত হনুমানেরও। ভক্তদের বিশ্বাসের কথা মাথায় রেখেই নাকি নির্মাতারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।’’ এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই টিকিটের চাহিদা বাড়ছে ছবির।
আরও পড়ুন:

রোজ সকালে এলাচ ভিজিয়ে জল খান, এতে সারবে বহু অসুখ

এর কারণ হল বজরংবলির পাশে বসে সিনেমা দেখার চরম উন্মাদনা। তবে ‘টি সিরিজ’ পরিষ্কার জানিয়ে দিয়েছে এই খবর সত্যি নয়। ‘টি সিরিজ’ এ নিয়ে একটি টুইট করে। টুইটে বলা হয়েছে, ‘‘এই খবর সঠিক নয়। টিকিটের দাম বাড়ানো হচ্ছে না। অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে না হনুমানজির জন্য সংরক্ষিত সিটের পাশের টিকিটের জন্য।’’ তবে এও জানা যাচ্ছে বজরংবলীর জন্য প্রায় ১২,০০০ টিকিট সংরক্ষণ করা হচ্ছে। কেউ কেউ মনে করছেন, ‘আদিপুরুষ’ ‘পাঠান’-এর রেকর্ড ভেঙে দেবে।

Skip to content