রবিবার ১০ নভেম্বর, ২০২৪


বর্ষীয়ান অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, অমরনাথ বৃহস্পতিবার মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন বার্ধক্যজনিত সমস্যায় ভোগার পাশাপাশি তাঁর ফুসফুসে ফাইব্রোসিস ধরা পড়েছিল। অভিনেতার বাবা অভিনেতা হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ও একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন।
অমরনাথের অভিনয় শুরু ৭০-এর দশকে। তাঁর প্রথম ছবি ছিল ‘মেঘ কালো’। এতে সুচিত্রা সেনও ছিলেন। তাঁর অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য ছবি হল ‘কুহেলি’, ‘ছিন্নপত্র’ ছবিতে সুযোগ পান। তবে পরবর্তী সময়ে ‘বসন্ত বিলাপ’, ‘মৌচাক’, ‘অগ্নিশ্বর’, ‘স্বয়ংসিদ্ধা’ এবং ‘বিদ্রোহী’।
আরও পড়ুন:

আমির খান তৃতীয় বার বিয়ে করতে চলেছেন! ইন্ডাস্ট্রির অন্দরেই ফাঁস দিনক্ষণ

পঞ্চমে মেলোডি, পর্ব-১২: হঠাৎ স্নানঘর থেকে পঞ্চমের চিৎকার ‘মিল গয়া মিল গয়া’, সৃষ্টি হল সেই জনপ্রিয় গান ‘মুসাফির হুঁ ইয়ারো’

তিনি বেশ কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। অমরনাথ ‘অমানুষ’, ‘ডিস্কো ডান্সার’ ছবিতেও অভিনয় করেন। ‘ব্যারিস্টার বিনোদ’ এবং রমেশ সিপ্পির ‘কিসমত’ ধারাবাহিকেও তাঁকে দেখা গিয়েছে। বাংলায় ‘জননী’ ধারাবাহিকেও অমরনাথ ছিলেন। ‘বেদের মেয়ে জোস্‌না’-র মতো বাংলা বাণিজ্যিক ছবিতে তিনি অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ‘বেদের মেয়ে জোস্‌না’। অমরনাথের অভিনীত শেষ বাংলা ছবি ছিল ‘আলো’। পরিচালিক তরুণ মজুমদারের ‘দুর্গেশনন্দিনী’ সিরিয়ালেও অমরনাথ ছিলেন।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৩৬: যুগে যুগে যা ‘সবার উপরে’

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৬৪: কবির ভালোবাসার নজরুল

প্রয়াত অভিনেতার পুত্র চন্দ্রদীপ মুখোপাধ্যায় জানান, শুক্রবার শেষকৃত্য সম্পন্ন হবে। অমরনাথ ২০০৫ সাল থেকে মুম্বইয়ে ছেলের কাছেই থাকতেন। অমরনাথ মুখোপাধ্যায়ের প্রয়াণে টলিপাড়ায় শোকের আবহ।

ছবির নাম

ছবির নাম


Skip to content