ছবি: প্রতীকী।
আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইটারে জানিয়ে দিয়েছিলেন শুক্রবার, ২৬ মে রাজ্যে প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। সেই মতো শুক্রবার প্রকাশিত হয়েছে জয়েন্টের ফল। ২০২৩ সালে জয়েন্ট পরীক্ষায় প্রথম হয়েছেন ডিপিএস রুবি পার্কের ছাত্র মহম্মদ সাহিল আখতার। ওই একই স্কুল থেকে সোহম দাস দ্বিতীয় হয়েছেন দু’জনেই সিবিএসই বোর্ডের ছাত্র।
তৃতীয় হয়েছেন বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বোর্ডের ছাত্রী সারা মুখোপাধ্যায়। মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র সৌহার্দ্য দণ্ডপাট চতুর্থ হয়েছেন। পঞ্চম অয়ন গোস্বামী। অয়ন সিবিএসই বোর্ডের দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্র। ষষ্ঠ হয়েছেন অরিত্র অম্বুধ দত্ত। সিবিএসই বোর্ডের সোদপুরের নারায়ণা স্কুলের ছাত্র তিনি। কিন্তন সাহা সপ্তম হয়েছেন। তিনি রাজস্থানের মা ভারতী স্কুলের ছাত্র। অষ্টম হয়েছেন সাগ্নিক নন্দী, উচ্চ মাধ্যমিক বোর্ডের বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র। রাজস্থানের দিশা ডেলফি পাবলিক স্কুলের ছাত্র রক্তিম কুণ্ডু নবম হয়েছেন। আইএসসি বোর্ডের কাটোয়াহোলি এঞ্জেল স্কুলের ছাত্র শ্রীরাজ চন্দ্র জয়েন্টে দশম হয়েছেন।
আরও পড়ুন:
শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?
জয়েন্টে সফদের মধ্যে উচ্চ মাধ্যমিক বোর্ডের ছাত্র ৫১ হাজার ৩৪৫ জন। আইএসসি এবং সিবিএসই পরীক্ষার্থী ২ হাজার ১৪২ জন এবং ২৮ হাজার ২৭ জন। অন্য বোর্ডগুলি থেকে ১৫ হাজার ৩৯২ জন জয়েন্ট দিয়েছিলেন।
গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!
এ বছর জয়েন্ট পরীক্ষায় ১ লক্ষ ২৪ হাজার ৯১৯ জন নাম নথিভুক্ত করেছিলেন। এঁদের মধ্যে পুরুষ মহিলা যথাক্রমে ৯১ হাজার ৯৭৪ জন এবং ৩২ হাজার ৯৪৪ জন। এক জন রয়েছেন রূপান্তরকামী। মোট ৯৭ হাজার ৫২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ হাজার ৯৮১ জন এ রাজ্যের পড়ুয়া। আর ভিন রাজ্য থেকে পরীক্ষা দিয়েছেন ২৭ হাজার ৫৪৩ জন পড়ুয়া। সফল ৯৬ হাজার ৯১৩ জন পড়ুয়া। পড়ুয়ারা র্যা ঙ্ক কার্ড বোর্ডের ওয়েবসাইটে বিকেল ৪টের সময় থেকে ডাউনলোড করতে পারবেন।