শাহরুখ খান।
বলিউডে হাতেখড়ি খলনায়ক হিসেবে। তবে কয়েক বছরের মধ্যেই ভোল পাল্টে প্রেমের ছবিতে পা রাখেন শাহরুখ খান। রোম্যান্টিক হিরো হিসাবে তাঁর পথচলা শুরু ১৯৯৫ সালে, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র মাধ্যমে। এর পরে ১৯৯৭ সালে সুভাষ ঘাই পরিচালিত ‘পরদেশ’ ছবি মুক্তি পায়। এই ছবিতে শাহরুখ অভিনয় করেছিলেন। ‘পরদেশ’-এ অভিনেত্রী হিসাবে মহিমা চৌধুরীর আত্মপ্রকাশ হয়। ছবিটি বক্স অফিসে সফল হয়েছিল। এই ছবির সাফল্যের রহস্য হিসেবে নাকি কিং খানের পোশাক বদলের গল্প ছিল।
সেই পোশাক বদলের গল্প জানেন?
অভিনয় জীবনের মহিমা তাঁর প্রথম ছবিতেই শাহরুখের সঙ্গে কাজের সুযোগ পেয়ে যান। পরিচালক সুভাষ ঘাই প্রায় তিন হাজার মেয়েদের মধ্যে মহিমাকে নির্বাচিত করেছিলেন। শাহরুখের নায়িকা হিসেবে নবাগতা মহিমাকে বাছাই করলেও পরিচালকের মাথায় নায়কের জন্য অন্য পরিকল্পনা ছিল। ছবিতে শাহরুখকে নাকি তারকাসুলভ চেহারায় দেখাতে চাননি পরিচালক। তিনি একজন অত্যন্ত সাধারণ এক ছেলে দেখতে চেয়েছিলেন তিনি। যেমন ভাবনা, তেমন কাজ। পরিচালকের কথা মতো শাহরুখ জিন্স পরাই ছেড়ে দেন।
অভিনয় জীবনের মহিমা তাঁর প্রথম ছবিতেই শাহরুখের সঙ্গে কাজের সুযোগ পেয়ে যান। পরিচালক সুভাষ ঘাই প্রায় তিন হাজার মেয়েদের মধ্যে মহিমাকে নির্বাচিত করেছিলেন। শাহরুখের নায়িকা হিসেবে নবাগতা মহিমাকে বাছাই করলেও পরিচালকের মাথায় নায়কের জন্য অন্য পরিকল্পনা ছিল। ছবিতে শাহরুখকে নাকি তারকাসুলভ চেহারায় দেখাতে চাননি পরিচালক। তিনি একজন অত্যন্ত সাধারণ এক ছেলে দেখতে চেয়েছিলেন তিনি। যেমন ভাবনা, তেমন কাজ। পরিচালকের কথা মতো শাহরুখ জিন্স পরাই ছেড়ে দেন।
আরও পড়ুন:
পঞ্চমে মেলোডি, পর্ব-১২: হঠাৎ স্নানঘর থেকে পঞ্চমের চিৎকার ‘মিল গয়া মিল গয়া’, সৃষ্টি হল সেই জনপ্রিয় গান ‘মুসাফির হুঁ ইয়ারো’
মহাকাব্যের কথকতা, পর্ব-১২: সিদ্ধাশ্রমে সাফল্য, বিশ্বামিত্রের বংশবর্ণনা এবং নদীকথায় কীসের ইঙ্গিত?
তিনি জিন্সের পরিবর্তে সাধারণ ট্রাউজার পরা শুরু করেন। পোশাকে এই বদল এনে নিজের ‘লুক’ পাল্টে ফেলেছিলেন শাহরুখ। ‘পরদেশ’ ছবিতে আরও বিশ্বাসযোগ্য উঠেছিল তাঁর চরিত্র। আর ফলও মিলেছিল হাতেনাতে। বক্স অফিসে ছবিটি রমরমিয়ে ব্যবসা করেছিল। ‘পরদেশ’ ছবির সাফল্যের জোরে পরিচালক সুভাষ ঘাই বলিউডে ফের ঘুরে দাঁড়িয়েছিলেন।