হরিশ মুখার্জি রোড দিয়ে ডিএ (মহার্ঘভাতা) আন্দোলনকারীদের মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, শান্তি বজায় রেখে হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিল করা যাবে। তবে ওই মিছিল থেকে কুমন্তব্য করা যাবে না।
ডিএ আন্দোলনকারীদের কলকাতা পুলিশ তিনটি বিকল্প রুটে মিছিলের প্রস্তাব দিয়েছিল। যদিও আন্দোলনকারীরা তাতে রাজি ছিলেন না। এদিকে পুলিশ আপত্তি ছিল, হরিশ মুখার্জি রোড নিয়ে। রাজ্য সরকারের দাবি ছিল, ওই রাস্তা শহরের অন্যতম স্পর্শকাতর একটি এলাকা।
অন্যদিকে, হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিল নিয়ে অনড় আন্দোলনকারীরা শেষমেশ হাই কোর্টের দ্বারস্থ হন। ঘটনাচক্রে, হরিশ মুখার্জি রোডেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি।
অন্যদিকে, হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিল নিয়ে অনড় আন্দোলনকারীরা শেষমেশ হাই কোর্টের দ্বারস্থ হন। ঘটনাচক্রে, হরিশ মুখার্জি রোডেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি।
আরও পড়ুন:
অরিজিৎ সিংহকে হাসপাতাল তৈরিতে প্রশাসনকে সহযোগিতার নির্দেশ মমতার
ওরাল সেক্সের অভ্যাস গলায় ক্যানসারের কারণ হতে পারে, কোন কোন উপসর্গে সাবধান হতেই হবে?
বৃহস্পতিবার মামলার শুনানি ছিল। শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, ‘‘কলকাতায় প্রায় দিনই অন্যতম ব্যস্ত এলাকা হাজরা মোড়ে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি হয়েই থাকে। তাহলে হঠাৎ করে হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিলে এত আপত্তি কেন?’’ এ প্রসঙ্গে সরকারি আইনজীবী বক্তব্য ছিল, নিরাপত্তার দিক থেকে ওই রাস্তা ‘স্পর্শকাতর এলাকা’ হিসাবে চিহ্নিত। তাই ওই এলাকায় মিছিল থেকে অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় নেবে কে?
আরও পড়ুন:
পর্দার আড়ালে, পর্ব-৩১: আচমকা ছবির নায়ক ইংরেজি ছবির ঢঙে কানন দেবীকে জড়িয়ে ধরে চুম্বন করলেন, হতবাক অভিনেত্রী
চলো যাই ঘুরে আসি: অযোধ্যা— প্রাচীন ভারতীয় ধর্ম-সংস্কৃতি সমন্বয়ের প্রাণকেন্দ্র/১
সরকারি আইনজীবী আদালতে জানান ওই রাস্তার কিছু অংশে ১৪৪ ধারাও জারি রয়েছে। উত্তরে মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি, মিছিলের আবেদন করার পরে গত ৩ মে কোনও কোনও এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর পরে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ‘‘তা হলে তো ওই রুটে ডিএ আন্দোলনকারীদের মিছিল হলে বলতে হবে, কলকাতার সবথেকে শান্ত এলাকা দিয়ে মিছিল যাচ্ছে।’’