বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

ছোটবেলার একটা ঘটনা দিয়ে আজকের লেখা শুরু করি। আমার বাবা ক্রিকেট খেলার খুব ভক্ত ছিলেন। ক্রিকেট ম্যাচ থাকলে বাবাকে টেলিভিশনের সামনে থেকে নড়ানো যেত না। তখন আমি বেশ ছোট, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে, আমাদের সাদা-কালো টিভিতে খেলা দেখছি আমরা। হঠাৎ গলির মোড়ের ট্রান্সফরমারটায় দুম করে শব্দ হলো এবং পাড়ায় সব বাড়িতে কারেন্ট গেল চলে। বাবা তো মুহ্যমান হয়ে বসে পড়লেন। কখন লোক আসবে, কখন ঠিক হবে—ততক্ষণে খেলা তো শেষ!
হঠাৎ দেখি মা আমাদের পুরনো রেডিওটা ধুলো ঝেড়ে বাবার সামনে এনে দিলেন। বাবার মুখে হাজার বাতির আল জ্বলে উঠলো যেন! মা হেসে বললেন, “নেই মামার চেয়ে কানা মামা তো ভালো!”

কথাটা আমার ভারি পছন্দ হলো। মায়ের কাছে জানতে পারলাম, একে বলে প্রবাদ বাক্য। আসতে আসতে এরকম আরও অনেক প্রবাদ বাক্য শুনে শুনে শিখে ফেললাম। একটু বড় হয়ে কৌতুহল জাগলো এই প্রবাদগুলোকে ইংরেজিতে কী বলে? আজ তোমাদের সঙ্গে এই রকমই কিছু মজার প্রবাদ বাক্যের ইংরেজি নিয়ে আলোচনা করি এসো।
আরও পড়ুন:

‘be verb’ এবং ‘have verb’ এর ব্যবহার জানেন? সহজ উপায়ে শিখে নিতে ভিডিয়ো ক্লিপটি দেখুন

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-২: এখানে দেশের অভ্যন্তরীণ সুরক্ষা, বাণিজ্যনীতি এবং বৈদেশিক নীতির চর্চা করা হয়েছে

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫৩: বায়োফ্লক পদ্ধতিতে সফলভাবে মাছচাষ করছে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও তামিলনাড়ু

শাশ্বতী রামায়ণী, পর্ব-৪৪: ইল্বল-বাতাপির বিনাশ কাহিনি

 

একঝলকে দেখে নাও

● নেই মামার চেয়ে কানা মামা ভালো।
● Something is better than nothing.

● যত গর্জায় তত বর্ষায় না।
● A barking dog seldom bites.

● মানুষ মাত্রেই ভুল করে।
●To err is human.

● কই মাছের প্রাণ বড় শক্ত।
●A cat has nine lives.

● কত ধানে কত চাল।
●How many beans make five.

আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২: সকালবেলার আগন্তুক

মহাকাব্যের কথকতা, পর্ব-৮: রামচন্দ্রের কৈশোর, ব্রহ্মর্ষি বিশ্বামিত্র: এক অনন্য উত্তরণ

উৎসবের উষ্ণতায় শারুল-শিমুল

● অল্প বিদ্যা ভয়ংকরী।
●A little learning is a dangerous thing.

● যেমন কর্ম তেমন ফল।
●As you sow so shall you reap.

● অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
●Too many cooks spoil the broth.

● নিজের পায়ে কুড়ুল মারা।
●To dig one’s own grave.
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৯: ‘মেরা কুছ সামান…’ গানে সুর দেওয়ার প্রস্তাবে গুলজারকে পত্রপাঠ বিদায় জানান পঞ্চম

স্বাদে-আহ্লাদে: স্বাস্থ্যকর উপায়ে বাড়িতে বানিয়ে ফেলুন মুচমুচে আলুর চিপস

ওরাল সেক্সের অভ্যাস গলায় ক্যানসারের কারণ হতে পারে, কোন কোন উপসর্গে সাবধান হতেই হবে?

এই ধরনের আরও অনেক প্রবাদ বাক্য আছে, যা আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় ব্যবহার করে থাকি, তাদের ইংরেজিতে কী বলে জানতে হলে দেখে নাও লেখার সঙ্গে দেওয়া YouTube video linkটি। আশা করছি, তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং কাজেও লাগবে।
* ক্লাসরুম-ইংলিশ টিংলিশ (Classroom-English Tinglish) : পর্ণা চৌধুরী (Parna Chowdhury) ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর

Skip to content