ছবি: প্রতীকী।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়েছে। আর সেই বজ্রপাতে প্রাণ গেল মুর্শিদাবাদে তিন জনের। পশ্চিম মেদিনীপুরেও বজ্রাঘাতে এক জনের মৃত্যু হয়েছে।
মুর্শিদাবাদের ভরতপুর-২ ব্লকের কাগ্রাম এলাকার বাসিন্দা হাবিব শেখ (২৪) এবং নেকবস শেখ (২৬)-এর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবিব এবং নেকবস দুপুরে মাঠে কাজ করতে গিয়েছিলেন। এমন সময় প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। তাঁরা বজ্রপাতে গুরুত্বর ভাবে জখম হন। তাঁদের উদ্ধার করে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?
শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?
প্রচণ্ড বজ্রপাতে কাগ্রামে আরও তিন জন জখম হন। তাঁরা হলেন হেলু শেখ, আমিনুর শেখ এবং হেরু শেখ। প্রথমে তাঁদের সালারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও পরে তাঁদের কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সালাউদ্দিন শেখ (২১) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শমসেরগঞ্জের লক্ষ্মীনগরে নৌকোয় মাছ ধরে গিয়েছিলেন সালাউদ্দিন। গুরুতর ভাবে জখম আরও তিনজনকে অনুকনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন:
গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!
গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!
পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার বাগমারিতে বজ্রপাতে স্বপন ভুঁইয়া (৪৪) নামে নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।