ছবি: প্রতীকী।
কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মঙ্গলবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিমে স্থানীয় সময় ভোর ৩টে নাগাদ ভূকম্পন হয়। এর ফলে সংশ্লিষ্ট দফতর প্রায় দু’ঘণ্টার জন্য সুনামির সতর্কতা জারি করে। বেশ জোরালো ভূমিকম্প হয়। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৭.৩।
স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছিল অবিলম্বে ভূমিকম্পের কবলে পড়া এলাকার বাসিন্দাদের উপকূল থেকে সরিয়ে নিয়ে যেতে। তবে পরে নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কম্পনের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে প্রায় ৮৪ কিলোমিটার গভীরে। প্রথম বার কম্পনের পর আরও কয়েক বার কেঁপে (আফটারশক) ওঠে। তার মধ্যে একটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৫।
আরও পড়ুন:
নিত্যদিনের ৫ অভ্যাস: সঠিক ভাবে মেনে চললে ১৫ দিনেই জব্দ হবে ডায়াবিটিস
কোন ৭ লক্ষণ বলে দেবে আপনার শরীরে ভিটামিন ডি-র অভাব দেখা দিচ্ছে
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহরির কথায়, তীব্র ভাবে কম্পন অনুভূত হয়েছিল পশ্চিম সুমাত্রার প্যাডংয়ে। সুমাত্রার পশ্চিম উপকূলের দ্বীপগুলিতেও এর প্রভাব পড়েছে তা জানার চেষ্টা করছে প্রশাসন। আব্দুল এও বলেন, ‘‘ভূমিকম্প অনুভূত হতেই অনেকে বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বহু মানুষ বাড়িতে ঢুকতে ভয় পাচ্ছেন। যদিও বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’’