শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

তীব্র দহনে এখনই রেহাই নয়। চলতি সপ্তাহে আরও বাড়বে গরম। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস রয়েছে। সোমবার এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
একটানা কয়েক দিন প্যাচপ্যাচে গরমে জেরবার কলকাতা-সহ রাজ্যের জেলাগুলি। চৈত্র শেষে মহানগরের পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। রবিবার ৩৭ ডিগ্রি সেলসিয়াস শহরের সর্বোচ্চ তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রির কাছাকাছি থাকবে।
আরও পড়ুন:

আবেদন খারিজ, অগ্নিপথ প্রকল্পের বৈধতা জনস্বার্থে বজায় রাখা দরকার, জানিয়ে দিল শীর্ষ আদালত

দুধ না মধু? চ্যবনপ্রাশের সঙ্গে কী খেলে বেশি উপকার মিলবে

শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আগামী ১৫ এপ্রিল, অর্থাৎ বাংলা নববর্ষ পর্যন্ত। এই সপ্তাহে বৃদ্ধি পাবে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। স্বাভাবিকের থেকে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। আগামী দিনে তা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:

কাদের জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা দ্বিগুণ? গবেষণায় প্রকাশিত নতুন তথ্য

সব রাশির মেয়েরা সমান সুন্দর স্বামী পান না, কার বিবাহিত জীবন কতটা সুখের হবে বলা আছে জ্যোতিষশাস্ত্রে

আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। হাওয়া অফিস সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে সদ্যোজাত, শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষদের সাবধানে রাখতে বলা হয়েছে। বাইরে বেরতে হলে সঙ্গে ছাতা, টুপি, রোদচশমা সঙ্গে রাখতে বলা হয়েছে।

Skip to content