শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ইডেনে পা রেখেছেন শাহরুখ খান। এই কথা তাঁর ভক্তদের কাছে পৌঁছে গিয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রায় চার বছর বছর ক্রিকেটের নন্দনকাননে আবার কলকাতা নাইট রাইডার্স। চলতি মরসুমে হতে চলেছে কলকাতার প্রথম হোম ম্যাচ। প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নিজের দলের প্রথম ম্যাচ। সেই ম্যাচে দলকে সমর্থন করতে তাই হাজির হলেন বাদশা নিজেই।
জল্পনা চলছিল শাহরুখ খেলা দেখতে আসবেন কি না তা নিয়ে। বৃহস্পতিবার দুপুর নাগাদ মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে মেয়ে সুহানা খান এবং মেয়ের বান্ধবী শানয়া কপূরকে নিয়ে সাদা রোলস রয়েস থেকে নামলেন শাহরুখ। তখনই অনেকে মনে করেছিলেন, তাঁদের গন্তব্য হবে কলকাতা। তাই জথাদিতি প্রাইভেট জেট করে কলকাতার উদ্দেশে রওনা দেন তাঁরা।
আরও পড়ুন:

ইস্ত্রি খারাপ হয়ে গিয়েছে? জেনে নিন পোশাক ইস্ত্রি করার ৩টি সহজ বিকল্প

হেলদি ডায়েট: দ্রুত রোগা হতে চান? ভরসা রাখুন সুপারফুড ডালিয়াতে

শুধুই কি খেলা দেখলেন? চার বছর পর যেমন ঘরের ছেলেরা ঘরের মাঠে ফিরল, তেমন শাহরুখও তো ফিরে এলেন। বক্স অফিসে তাঁর সাম্প্রতিক ছবি ‘পাঠান’ একের পর এক নজির গড়েছে। বক্স অফিসে তাঁর এই ছবির ব্যবসার পরিমাণ ছাড়িয়েছে এক হাজার কোটি টাকারও বেশি। বৃহস্পতিবারেরর ইডেনে শুধুই ভক্তদের উদ্দেশে হাত নেড়ে ক্ষান্ত থাকলেন না শাহরুখ। স্টেডিয়ামে তখন লাউড স্পিকারে বাজতে শুরু করল ‘ঝুমে জো পাঠান’ গান। শাহরুখের ভিআইপি বক্সের সামনে তখন দর্শকের উন্মাদনা তুঙ্গে চলে গিয়েছে। খেলা ভুলে তাঁরা গানের তালে পা মেলালেন। হাতে তাঁদের কেকেআর-এর পতাকা।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৩০: সত্যজিৎ ও সুচিত্রা জুটির সেই ছবি তৈরি হলে তা মাইলস্টোন হয়ে উঠতে পারতো

স্কুলপড়ুয়াদের গ্রীষ্মের ছুটিতে কী কী করতে হবে, নির্দেশিকা জারি করে জানিয়ে দিল শিক্ষা দফতর

এমন সময় নিজেকে আর ধরে রাখতে পারেননি পর্দার পাঠান স্বয়ং। দর্শকদের উৎসাহ দিতে নিজেও পাঠানের বৈগ্রহিক স্টেপস করে দেখালেন। তা দেখে দর্শকদের উত্তেজনার পারদ আরও কয়েক ধাপ চড়ে গেল।

বৃহস্পতিবারে ইডেনে নিরাশ হননি বাংলার মানুষ। তার সঙ্গে উপরি পাওনা ছিল শাহরুখকে কাছ থেকে দেখতে পাওয়া। কেকেআর-এর পরের ম্যাচে ফের বাদশা হাজির হবেন কি না এখন তারই জল্পনা।

Skip to content