বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

ভয়াবহ তুষারধস নেমেছে সিকিমের নাথু লা-য়। এখনও পর্যন্ত কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে তুষারধসে অনেক পর্যটক আটকে পড়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ ধস নামে। সিকিম পুলিশ, সিকিমের ট্র্যাভেল অ্যাসোসিয়েশন, পর্যটন দফতর উদ্ধারকাজে নেমেছে। এখনও পর্যন্ত ২২ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে।
গ্যাংটক থেকে নাথু লা যাচ্ছিল একটি গাড়ি পর্যটক বোঝাই। এমন সময় ১৫ মাইলের কাছে আচমকা ওই পর্যটক বোঝাই গাড়ির উপর তুষারধস নেমে আসে। গাড়িতে থাকা পর্যটকেরা খাদের দিকে ছিটকে গিয়ে পড়েন৷ সুত্রের খবর অনুযায়ী, ওই গাড়িটিতে ১৫ জন পর্যটক ছিলেন। তাঁদের মধ্যে একাধিক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি পর্যটকদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেনার বেস ক্যাম্পে চিকিৎসার জন্য তাঁদের নিয়ে যাওয়া হয়েছে। তবে সিকিম সরকার বা সেনা এখনও পর্যন্ত নিহতদের সঠিক সংখ্যা জানায়নি।
আরও পড়ুন:

চোখের কী কী সমস্যা হলে বুঝবেন আরও গুরুতর কোনও রোগের সম্ভাবনা রয়েছে

আপনার জীবন বদলে দিতে পারে তুলসীপাতা, ঘরে শান্তি ও আর্থিক সমৃদ্ধির জন্য এই টোটকা মেনে চলুন

এদিকে, দ্রুত উদ্ধারকার্য শুরু করেছে সেনা। আপাতত পাশাপাশি দু’দিকেই রাস্তা বন্ধ রাখা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, রাস্তার এক প্রান্তে ৩৫০, এবং অন্য প্রান্তে ৪৫০ জনের মতো পর্যটক আটকে পড়েছেন।
আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১১: কয়েক সেকেন্ডের মধ্যেই দু’ একটি ছবি তুলতে না তুলতেই হাত অসাড় হয়ে যাচ্ছিল

আপনার ফোন হ্যাক হয়েছে কী করে বুঝবেন? রইল সহজ কিছু উপায়

ছাঙ্গু লেক সব সময়ই পর্যটকদের জন্য খুবই জনপ্রিয় একটি জায়গা। আর এমন একটি জায়গায় ধস নামায় বহু পর্যটক আটকে পড়েছেন। নাথু লা পয়েন্টকে কেন্দ্র করে বেশ কয়েকটি পর্যটনস্থল রয়েছে। ফলে এরকম একটি এলাকায় ভয়াবহ তুষার ধস নামায় সিকিমের পর্যটন বিভাগ বেশ চিন্তিত। শুধু পর্যটনস্থল নয়, নাথু লা আন্তর্জাতিক ভাবেও খুব গুরুত্বপূর্ণ। এই নাথু লা-র মাধ্যমেই চিন এবং ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য চলে। এই অঞ্চলেই সিল্ক রুট অবস্থিত।

Skip to content