বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

বাংলাতেও উদ্বেগ বাড়াতে শুরু করেছে করোনা। রাজ্যে গত শুক্রবার চার মাস পর আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে ছিল। আর রবিবারের হিসাব বলছে, বাংলায় এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৪ জন। তবে বিশেষজ্ঞদের একাংশের কথায়, এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই। উল্লেখ্য, ৩১ মার্চের আগে পর্যন্ত প্রায় চার মাস রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ১০০-র নীচে।
স্বাস্থ্য আধিকারিকদের কথায়, আক্রান্তদের বেশির ভাগকেই নিভৃতবাসে রাখা হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন কয়েকজন। যাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁদের করোনার মারাত্মক কোনও লক্ষণ নেই। স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, বাংলায় আক্রান্তদের মধ্যে ৪০ শতাংশই কলকাতার বাসিন্দা।
আরও পড়ুন:

দাঁতের দাগে সবার সামনে মুখ খোলাই দায়? রয়েছে দাগ তোলার ঘরোয়া উপায়

জীবনে নানা বাধায় জেরবার? লবঙ্গ দিয়ে করুন বিশেষ টোটকা, মিলবে সমাধান

এদিকে, দেশে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। শনিবার দেশে মোট ৩৮০০ জন সংক্রমিত হয়েছেন। উল্লেখ্য, গত ২৬ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজারেরও বেশি মানুষ। যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে কমবেশি এক সপ্তাহে।

Skip to content