মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মোকা’ কোথায় আছড়ে পড়তে পারে, তা নিয়ে জোরদার জল্পনা চলছে। আতঙ্কিত সাধারণ মানুষও। কারণ এর আগে বঙ্গোপসাগরে সৃষ্টি একের পর এক ঘূর্ণিঝড়ের তাণ্ডবের স্মৃতি এখনও টাটকা। তাই ‘মোকা’ নিয়ে স্বাভাবিক ভাবেই আশঙ্কা বাড়ছে। এখন সর্বত্র একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ‘মোকা’ কখন কোথায় আছড়ে পড়বে।
এখনও ঘূর্ণিঝড় ‘মোকা’-র জন্ম হয়নি। এদিকে মৌসম ভবন জানিয়ে দিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ৬ মে, শনিবার একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। এর জেরে ওই একই অঞ্চলে পরের দিন ৭মে, রবিবার একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তার পরে ৮মে সোমবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। তার পরে সেই গভীর নিম্নচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তরের দিকে অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে। বঙ্গোপসাগরে সৃষ্ট এই গভীর নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলেই তার নাম হবে ‘মোকা’।
আরও পড়ুন:

ডায়েট ফটাফট: ডাবের জলের এই গুণগুলির কথা জানতেন?

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

‘মোকা’র জন্মের আগে আমজনতার মধ্যে আতঙ্ক বাড়ছে। ইয়াস, ফণী, আমপানের পর ফের ‘মোকা’র চোখরাঙানিতে রীতিমতো সন্ত্রস্ত ঘূর্ণিঝড়ে প্রভাবিত রাজ্যগুলি। যদিও আবহাওয়া দফতর এখনও জানায়নি, কোন কোন রাজ্যে ‘মোকা’ আছড়ে পড়তে পারে। তবে কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, মৌসম ভবন তার ভিত্তিতে চারটি রাজ্যকে সতর্ক করে দিয়েছে।

মৌসম ভবনের সেই তালিকার মধ্যে তামিলনাড়ু রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, চেন্নাই তার পার্শ্ববর্তী এলাকায় বঙ্গোপসাগরের উপর তৈরি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। তাই চেন্নাইয়ে ভারী বৃষ্টিও হতে পারে। সে-কারণেই তামিলনাড়ুকে সতর্ক করেছে মৌসম ভবন। অন্ধ্রপ্রদেশকেও সতর্ক করা হয়েছে। ‘মোকা’ যদি আছড়ে নাও পড়ে তাহলেও এর প্রভাবে রাজ্যের কোনও কোনও এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন:

বারবার ব্রা কিনতে গিয়ে থমকে যান? তাহলে জেনে নিন সঠিক অন্তর্বাস বেছে নেওয়ার সহজ উপায়

কর্মরত বাবা-মায়ের সন্তানরা নিজেদের সময় কাটাবে কীভাবে? রইল টিপস

সতর্ক থাকতে বলা হয়েছে ওড়িশাকেও। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবিলায় উচ্চ পর্যায়ের বৈঠক সেরে ফেলেছেন। গত ৪ বছরে চারটি ঘূর্ণিঝড়ের মোকাবিলার পরে এ বারও রাজ্য প্রশাসন সব রকম প্রস্তুতি নিয়ে রাখছে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ওড়িশার পর আর যে রাজ্যে ঘূর্ণিঝড় ‘মোকা’ আছড়ে পড়তে পারে, সেটি হল পশ্চিমবঙ্গ। মৌসম ভবন অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ওড়িশার মতো পশ্চিমবঙ্গ সরকারকেও সতর্ক করে দিয়েছে। নিরাপত্তার কারণে আগামী ৮-১১ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

Skip to content