ছবি: প্রতীকী।
কামব্যাক। শেষ লগ্নেও স্বমহিমায় থাকছে শীত। ফের জাঁকিয়ে পড়ল ঠান্ডা। যদিও কিছু দিন কয়েক আগে উধাও হয়ে গিয়েছিল ঠান্ডা। পারদ ছিল ঊর্ধ্বমুখী। শীতপোশাকের প্রয়োজন হচ্ছিল না। কিন্তু এক সপ্তাহের মধ্যেই আবার বদলে গেল বাংলার আবহাওয়া। এমনকি, আবহাওয়া দফতর শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার শৈত্যপ্রবাহ চলতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমে। এই সব জেলার মানুষ ঠান্ডা হাওয়ায় কাঁপতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে পুরুলিয়া জেলায় রবিবারও শৈত্যপ্রবাহ চলতে পারে।
শুধু দক্ষিণবঙ্গে নয়, তাপমত্রার পতন হয়েছে শহর কলকাতাতেও। আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪.৬ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী তিন দিন কলকাতা-সহ বাংলা জুড়ে একই রকম ঠান্ডা থাকবে। অর্থাৎ, শেষ লগ্নেও স্বমহিমায় থাকছে শীত। কয়েক দিন উত্তরবঙ্গেও শীত জাঁকিয়েই পড়বে।
আরও পড়ুন:
হেলদি ডায়েট: রান্নায় নিয়মিত তেজপাতা দিলে ওষুধের খরচ বাঁচবে
ওষুধ খেয়েও বশে থাকছে না রক্তচাপ? সুস্থ থাকার এই সব ঘরোয়া উপায় জানা আছে?
তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের কিছু জেলায় আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে। তবে হাওয়া দফতরের পূর্বাভাস, বৃষ্টির জন্য সাময়িক ভাবে ঠান্ডা ফিরলেও কনকনে শীতের আমেজ চলতি মরসুমের জন্য আর ফিরবে না। উলটে আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। মূলত উত্তুরে হাওয়ার জন্যই আবহাওয়ার এই পরিবর্তন। ফলে মাঘ মাসের সঙ্গে চলতি মরসুমের জন্য শীত পাকাপাকি ভাবে বিদায় নেবে। প্রবেশ করবে বসন্ত।