বুধবার ৩ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী

শিতপ্রেমীদের জন্য খারাপ খবর। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসের মাঝে ক্রমশ উধাও হচ্ছে শীতের আমেজ। বৃহস্পতিবার বুধবারের তুলনায় তাপমাত্রার পারদ এক লাফে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৩.৪ ডিগ্রি। বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, রাজ্য জুড়ে বৃষ্টি যদিও হয়ও তাহলেও আগামী দু’-তিন দিনে তাপমাত্রার পারদ বাড়তে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তাই আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার পারদ ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। কোনও কোনও জেলায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। কলকাতাতেও অল্প বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৩১: সুন্দরবনের ঐতিহ্য গঙ্গাসাগরমেলা ও কপিল মুনির আশ্রম

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৮: শান্তা দেবী— এক মহীয়সী!

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলা বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশাতেও ঢেকে থাকবে। উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলাতেও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর এও জানিয়েছে, তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে।

Skip to content