বুধবার ৩ জুলাই, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

এ বার শীতের বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে। তবে বাংলা থেকে শীতের এই বিদায়পর্বে একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে হাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে বাংলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বিহারের উপর ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে। এতে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প আছে। সেই জলীয় বাষ্পপূর্ণ ঘূর্ণাবর্তটি ক্রমশ পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে। ফলে আজ মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।
মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির জন্য এই সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টি হবে। সেই সঙ্গে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতেও। এই দুই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণের সব বুধ এবং বৃহস্পতিবারও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

শিশুকে সর্বদা সুস্থ রাখতে কী করবেন? তাহাল এগুলি মেনে চলুন

এই দেশ এই মাটি, পর্ব-৩৫: সুন্দরবনের নদীবাঁধের অতীত

উত্তরের একাধিক জেলাতেও বৃষ্টি হতে পারে। এ জন্য উত্তরের একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বুধবার বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলা বৃষ্টি হতে পারে। যদিও বৃষ্টি জেরে আবহাওয়ার তেমন বদল হবে না।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৩২: সরকারবাড়ির ছেলেদের সঙ্গে শ্রীমার বুড়ি-বুড়ি খেলা

শাশ্বতী রামায়ণী, পর্ব-৫২: আঁধার ঘনালো বুঝি সীতার ভুবনে…

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ১৭.১ ডিগ্রি। মঙ্গলবার শহরের সর্বনিম্ন পারদ ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন পারদ প্রায় ২ ডিগ্রি বেড়েছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ পারদ ২৮ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃষ্টির পর শীত বিদায় নিতে পারে। আর নতুন করে পারদপতনের কোনও সম্ভাবনা নেই। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বাংলা জুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে বলে আবহাওয়া দফতর মনে করছে। সেক্ষেত্রে দুই থেকে তিন দিনের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

Skip to content