ছবি: প্রতীকী।
কলকাতায় বৃহস্পতিবার রাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে কোনও কোনও এলাকায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আলিপুর হাওয়া দফতর বৃষ্টি নিয়ে সতর্কও করে দিয়েছে। ঝড়বৃষ্টির সময়ে সবাইকে নিরাপদ স্থানে থাকার কথা বলা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার রাতে বুলেটিন প্রকাশ করেছে। সেই বুলেটিনে হাওয়া দফতর জানিয়েছে, কলকাতার বিভিন্ন এলাকায় আগামী ২ থেকে ৩ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুধু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। রিপোর্ট অনুযায়ী, হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কলকাতায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতার পাশাপাশি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও এলাকায়। হাওয়া দফতর সর্বত্র হলুদ সতর্কতা জারি করেছে।
আরও পড়ুন:
জিমে যাওয়ার জন্য সময় পাচ্ছেন না? সুস্থ থাকার জন্য দৌড়োবেন নাকি হাঁটবেন?
মুভি রিভিউ: চলচ্চিত্র নয়, বুদ্ধদেব দাশগুপ্তের চিত্রকাব্য— উড়োজাহাজ
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল। হাওয়া দফতর সকালের বুলেটিনে জানিয়েছিল, বৃহস্পতিবার দুই ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজ্যের সর্বত্র আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদও কিছুটা কমবে বলে জানানো হয়েছিল। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত পারদ কমতে পারে। যদিও আবার জমিয়ে শীত পড়ার আর কোনও সম্ভাবনা নেই।
পূর্ব বর্ধমানে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে ঝড় ওঠে। কালনা, গলসির সহ একাধিক জায়গায় তোরণ ও পুজোর মণ্ডপ ভেঙে পড়ে। কোথাও কোথাও আবার গাছ উল্টে যায়। ঝড়বৃষ্টির জেরে এক জনের মৃত্যুও হয়েছে। বেশ কয়েক জন জখম হয়েছেন। হাওয়া দফতর জানিয়েছে, একটি অক্ষরেখা পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত সক্রিয় রয়েছে। এর জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে।
পূর্ব বর্ধমানে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে ঝড় ওঠে। কালনা, গলসির সহ একাধিক জায়গায় তোরণ ও পুজোর মণ্ডপ ভেঙে পড়ে। কোথাও কোথাও আবার গাছ উল্টে যায়। ঝড়বৃষ্টির জেরে এক জনের মৃত্যুও হয়েছে। বেশ কয়েক জন জখম হয়েছেন। হাওয়া দফতর জানিয়েছে, একটি অক্ষরেখা পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত সক্রিয় রয়েছে। এর জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে।