বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

বৃহস্পতিবার কলকাতা-সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। শনিবার হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। এর মধ্যে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না। অর্থাৎ আবহাওয়া রকম থাকবে।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় । সেই সঙ্গে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।
আরও পড়ুন:

স্বাদে-আহ্লাদে: কুলের আচারের নাম শুনলে জিভে জল আসে? রইল সহজ রেসিপি

চেনা দেশ অচেনা পথ, পর্ব-১১: বন থেকে বনান্তরে

আবহাওয়া দফতর সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার দক্ষিণের অন্য জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে।
আরও পড়ুন:

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-৯: ফেরেন্তস পুসকাস: দুটি দেশের হয়েই বিশ্বকাপ খেলেছেন

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৬: দুয়ারে অপচ্ছায়া

হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সোমবার পর্যন্ত ঘণ্টায় ৩০-৩৪ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। শনিবার দুই দিনাজপুর, জলপাইগুড়ি এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও। রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Skip to content