শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

ভরা বসন্তেও বৃষ্টির বিরাম নেই। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেও বৃষ্টি থেকে রেহাই মিলবে না। মঙ্গলবার থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি কম। সোমবার শহরের সর্বনিম্ন পারদ ছিল ১৮.৫ ডিগ্রি। আজ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২৯ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম।
আরও পড়ুন:

প্রথম ছবিতেই বাবার সঙ্গে সুহানা! কোন চরিত্রে থাকছেন শাহরুখ?

আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনুপম রায়, বললেন গায়কের হবু স্ত্রী প্রস্মিতা, বিয়ের কথা জানতেন প্রাক্তন পিয়া?

আলিপুর আবহাওয়া সূত্রে খবর, মঙ্গলবার ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলার একাধিক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই জেলায় বুধবারেও বৃষ্টির হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল বুধবারের পর রাজ্যে আবহাওয়া শুকনো থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন:

পঙ্কজ উধাস প্রয়াত, সুরের জগৎ থেকে চিরবিদায় নিলেন গজল শিল্পী

ভুঁড়ি বেড়েই চলেছে? রোজ সকালে খালি পেটে কী কী খেলে ঝরবে ওজন?

হাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি হলেও চলতি সপ্তাহে তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ আগামী পাঁচ দিনে ২১ থেকে ২২ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আর এই ক’দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

Skip to content