শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ভিজবে বলে জানানো হয়েছে। কলকাতায় শনিবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। কলকাতার কোনও কোনও অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। আর আগামীকাল রবিবার বৃষ্টি আরও বাড়তে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতা তো ভিজবেই, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। সেই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। শনিবার এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমাণ বর্ষণ হতে পারে। আর আগামীকাল রবিবার ওই সব ক’টি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সব ক’টি জেলাতেই সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

ওজন বেড়ে চলার দায় শুধু খাবারের উপর না চাপিয়ে লাগাম দিন এই ৫ অভ্যাসে

পর্দার আড়ালে, পর্ব-৫০: অর্ধশতাব্দী ছুঁলো ‘অমানুষ’

তবে উত্তরবঙ্গ আপাতত শুকনোই থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দার্জিলিং এবং কালিম্পঙে অল্প পরিমাণ বৃষ্টির পূর্বাভাস আছে। তবে সপ্তাহের বাকি দিনগুলিতে আবহাওয়া শুকনোই থাকবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও এখনই বৃষ্টিপাতের পূর্বাভাস নেই।

দক্ষিণবঙ্গে বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ খানিকটা বেড়েছে। শনিবার কলকাতায় সর্বনিম্ন পারদ ছিল ২৩.৮ ডিগ্রি, যা স্বাভাবিক তাপমাত্রার পারদের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার দিনের সর্বোচ্চ পারদ ছিল ৩৪.১ ডিগ্রি। এই তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশিই ছিল।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৩৯: সুন্দরবনের ব্যাঘ্র-ইতিহাস

ফ্রিজে পনির রাখলে শক্ত হয়ে যাচ্ছে? তাহলে কী ভাবে পনির টাটকা ও নরম রাখবেন

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে ঝাড়খণ্ড থেকে দক্ষিণ ছত্তীসগঢ় পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। তাই গাঙ্গেয় বঙ্গে সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। কোনও কোনও এলাকায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Skip to content