ছবি: প্রতীকী।
বাংলার সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। শুধু বৃষ্টি নয়, কোনও কোনও জেলায় ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঝোড়ো হাওয়াও হাওয়াও বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। পাশাপাশি দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শিলাবৃষ্টিও হতে পারে।
বৃহস্পতিবার কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ হতে পারে। কলকাতাতেও বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তাই বঙ্গোপসাগর থেকে সোজা জলীয় বাষ্প ঢুকে পড়ছে। আবহবিদেরা মনে করছেন, এই জোলো হাওয়াই রাজ্যেকে ভেজাচ্ছে।
আরও পড়ুন:
দীর্ঘ ক্ষণ খাবার গরম থাকবে এই ৩ উপায়ে, জানতেন?
বিরুষ্কার ঘরে এল দ্বিতীয় সন্তান, তারকা দম্পতি পুত্রের কী নাম রাখলেন?
বৃহস্পতিবার দিনে রাজ্যের গড় সর্বোচ্চ পারদ ৩০ ডিগ্রির ঘরে থাকতে পারে। ২৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতার সর্বোচ্চ পারদ ৩২.১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩.৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দফায় দফায় বৃষ্টিতেও ভিজবে শহর। আগামী পাঁচ দিন রাজ্যের তাপমাত্রার পারদের তেমন পার্থক্য হবে না। আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে পারে।