বুধবার ৩ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

ক্রমশ বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে দিনের বেলায় গরমের জেরে অস্বস্তি বাড়ছে। এর মাঝেই আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। হাওয়া দফতর জানিয়েছে, ১৬ মার্চ, শনিবার থেকে বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি চলতে পারে ২০ মার্চ, বুধবার পর্যন্ত। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। তবে শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আবহাওয়া দফতর এ-ও জানিয়েছে, আগামী দু’দিন রাতের তাপমাত্রার পারদের তেমন পরিবর্তন হবে না। তার পরের তিন দিন তাপমাত্রার পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।
এই মুহূর্তে ঝাড়খণ্ড থেকে দক্ষিণ ছত্তীসগঢ় পর্যন্ত একটি বিস্তৃত একটি অক্ষরেখা অবস্থান করছে। সেই অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। এর জেরে ১৬ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কিছু জায়গায় শনিবার বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন:

হঠাৎ পরিবর্তন হোয়াট্‌সঅ্যাপে, নতুন বৈশিষ্ট্যগুলি কি কেউ বুঝতে পারলেন?

ওজন বেড়ে চলার দায় শুধু খাবারের উপর না চাপিয়ে লাগাম দিন এই ৫ অভ্যাসে

রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার কলকাতা ছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশেও বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার এবং রবিবার ওই কটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

পরকীয়া ও প্রেম, সব দোষ হরমোনের

গুরুতর অসুস্থ অমিতাভ বচ্চন, অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছে শাহেনশার!

দক্ষিণবঙ্গের সব কটি জেলায় ১৮ থেকে ২০ মার্চ বজ্রবিদ্যুৎ-সহ লকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। এমনকি, ১৮ থেকে ২০ মার্চ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝড়বৃষ্টির সময় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া দফতর। ঝড়বৃষ্টির জন্য শাকসবজি চাষের ক্ষতি হতে পারে।

Skip to content