Skip to content
মঙ্গলবার ১ এপ্রিল, ২০২৫


ছবি: প্রতীকী। সংগৃহীত।

আকাশের মুখভার ভার। গত দু’দিন দিনভর মেঘলা আকাশ। বৃহস্পতিবার সকালেও কলকাতার অবস্থা একই রকম। ভারী বর্ষণ না হলেও কখনও ঝিরঝিরে, কখনও বা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সারা দিন মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী কয়েক দিন বৃষ্টি চলবে। রাজ্যের কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার প্রায় সারা দিন ধরে উপকূলের কাছাকাছি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ছাড়াও হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। নিম্নচাপের জেরে সোমবার পর্যন্ত এই বৃষ্টির রেশ থাকতে পারে।
আরও পড়ুন:

বলিপাড়ার প্রথম সারির নায়িকা ক্যাটরিনা, এ বার তাঁকে বিয়ের ঠেলা বুঝছেন ভিকি!

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৮: চল্লিশ পার হলেই নিরামিষ?

উত্তরবঙ্গেও নিম্নচাপের প্রভাব পড়েছে। একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে মৌসম ভবন।
আরও পড়ুন:

কলকাতার পথ-হেঁশেল, পর্ব-৬: অ্যালেন, দেখলেন, খেলেন

পর্দার আড়ালে, পর্ব-৪১: ‘নীল আকাশের নিচে’ ছবিতে হেমন্তের পছন্দ ছিল উত্তম, যদিও সেই প্রস্তাব সবিনয়ে নাকচ করেন মৃণাল

আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরে বাংলা এবং ওড়িশা উপকূলের উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। সেটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। নিম্নচাপের গতিবিধির উপরেই নির্ভর করবে দক্ষিণ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ।