বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

বাংলায় কনকনে শীত পড়েছে। তবে রাজ্যের বেশ কয়েকটি জেলা শীতের সঙ্গে বৃষ্টিও হতে পারে। এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু এলাকায়।
আগামী বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেগুলি হল: হাওড়া, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী বুধবার থেকে বর্ষণ হতে পারে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলা বৃষ্টিতে ভিজতে পারে। সেই সঙ্গে এই টিন জেলা ঘন কুয়াশাতেও ঢাকা থাকবে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৩১: সুন্দরবনের ঐতিহ্য গঙ্গাসাগরমেলা ও কপিল মুনির আশ্রম

মুভি রিভিউ: আদুরের ‘মাথিলুকাল’ সারা ছবি জুড়ে মামুটির অসামান্য অভিনয় প্রতিভা বিচ্ছুরিত হয়েছে

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবার এবং মঙ্গলবার মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে উত্ত্রবঙ্গের একাধিক জেলায়। জেলাগুলি হল: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৭: আশাপূর্ণা দেবী—স্বপ্ন আর সত্যির লেখক!

৫ ব্যায়ামে থাইরয়েডের সমস্যার সহজ সমাধান

সোমবার কলকাতার সর্বনিম্ন পারদ ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ সকাল থেকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। হাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন রাজ্যের সর্বনিম্ন (রাতে) তাপমাত্রার কোনও রকম পরিবর্তন হবে না। এর পর থেকে তাপমাত্রার পারদ ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পেতে পারে।

Skip to content