শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

শুরুটা নড়বড়ে হলেও, মকর সংক্রান্তি থেকে ভালোই ইনিংস খেলছে শীত। যাকে বলে একেবারে হাড়কাঁপানো ঠান্ডা। সঙ্গে ঘন কুয়াশার দাপট। তবে এর মাঝে আবার হাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাসও শুনিয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। তবে সর্বত্র নয়, কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। এদিকে আজ বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে। এও বলা হয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বুধ এবং বৃহস্পতিবার শুধু বৃষ্টি নয়, দক্ষিণবঙ্গের আকাশ ঘন কুয়াশায় ঢেকে থাকবে।
আরও পড়ুন:

বিশ্বে সামরিক শক্তিতে সবচেয়ে শক্তিশালী আমেরিকা, তৃতীয় পাড়শি চিন, পাকিস্তান ন’ নম্বরে! ভারত কোথায়?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৩১: সুন্দরবনের ঐতিহ্য গঙ্গাসাগরমেলা ও কপিল মুনির আশ্রম

বৃষ্টি হতে উত্তরবঙ্গের জেলাগুলিও। আজ বুধবার থেকেই বৃষ্টি শুরু হতে পারে। ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা। উত্তরের জেলাগুলিতে বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং জেলায় আগামী শুক্রবার এবং শনিবার বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৩৪: রাজসহায়ে সুবিধা পাওয়া ব্যক্তিদের, রাজারই প্রয়োজনে বিপদের মুখে পড়তে হয়

মহাকাব্যের কথকতা, পর্ব-৪৫: প্রতিযোগিতা সর্বদা স্বাস্থ্যকর নয়, কদ্রুবিনতার শত্রুতায় কি তারই ইঙ্গিত?

আগামী দু’-তিন দিনে তাপমাত্রার পারদ চড়তে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তাই আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার পারদ ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৩.৪ ডিগ্রি। অর্থাৎ স্বাভাবিক তুলনায় এক ডিগ্রি কম। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২২ ডিগ্রির ঘরে থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৩.৬ ডিগ্রি, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস।

Skip to content