বৃহস্পতিবার ৩ অক্টোবর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

ফাল্গুন মাস বিদায়ের পথে। এমন সময়ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্য জুড়ে মঙ্গলবার শুষ্ক আবহাওয়া থাকবে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। এমনটাই জানিয়েছে হাওয়া দফতর। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু এলাকায়।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের আবহাওয়া শুকনোই থাকবে।
আরও পড়ুন:

ধীরে ধীরে মুখে রোমের আধিক্য বেড়েছে? পিসিওএস-এ আক্রান্ত নন তো? বুঝবেন কী করে?

খুদে কি রাতে সহজে ঘুমাতেই চায় না? তাহলে ওর পাতে রাখুন এই সব খাবার

বৃহস্পতিবার কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতেও। এদিন হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার এবং শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

প্রথম ছবিতেই বাবার সঙ্গে সুহানা! কোন চরিত্রে থাকছেন শাহরুখ?

স্বাদে-আহ্লাদে: গরমের দিনে বাড়িতে হঠাৎ অতিথি এসেছে? গলা ভেজাতে তৈরি করে ফেলুন ম্যাংগো মোজিতো

মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৪.৬ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার থেকে দু’ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার শহরের সর্বনিম্ন পারদ ছিল ১৮.৬ ডিগ্রি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় এক লাফে ৬ ’ডিগ্রি বাড়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেই রাজ্য জুড়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

Skip to content